বয়স মাত্র ৭। কিন্তু এই খুদে এক বালকের তৎপরতায় ভয়ানক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং লোকাল। হতাহত হওয়ার হাত থেকে রক্ষা পেলেন ওই ট্রেনের কয়েকশো যাত্রী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বিদ্যাধরপুর ষ্টেশন সংলগ্ন এলাকায়। রেল সূত্রে খবর, বিদ্যাধরপুর ষ্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভাঙা ছিল। এদিন দুপুরে সেখান দিয়ে যাচ্ছিল আপ ক্যানিং লোকাল। ৭ বছরের বালক দীপ নস্করের নজরেই ঘটনাটি পড়ে এবং তার তৎপরতাতেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনটি। প্রাণে বাঁচালেন ওই ট্রেনের কয়েকশো যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যাধরপুর ষ্টেশন সংলগ্ন মুকুন্দপুর এলাকার ছোট্ট ছেলে দীপ নস্কর। এদিন দুপুরে খেলতে খেলতেই রেললাইনের কাছে চলে আসে সে। হঠাৎ করেই দীপের নজরে পড়ে রেললাইন ভাঙা। বয়স কম হলেও বুদ্ধি নেহাত কম নয়। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে মা-কে ঘটনাটি জানায় এবং মা-কে ডেকে আনে। ততক্ষণে শোনা গিয়েছে, লোকাল ট্রেনের আওয়াজ। বড় যে দুর্ঘটনা ঘটতে চলেছে তা বুঝতে অসুবিধা হয়নি দীপের মায়ের। সঙ্গে সঙ্গে তিনি একটি লাল কাপড় জোগাড় করেন। এরপর নিজেদের জীবন বাজি রেখেই মা ও ছেলে ওই লাল কাপড় নিয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। লাল কাপড় দেখে বিপদ আঁচ করে চালক ঘটনাস্থলের কাছাকাছি এসে ট্রেন থামিয়ে দেন। তারপর রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, কোনও মজা করতে মা ও ছেলে লাল কাপড় নিয়ে দাঁড়াননি, সত্যি সত্যিই রেললাইনের মধ্যে ফাটল রয়েছে। এরপর বিদ্যাধরপুর স্টেশনের তরফেই রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে ছুটে আসেন এবং রেললাইন মেরামতির কাজ শুরু করেন। প্রায় ৪০-৪৫ মিনিট ধরে চলে মেরামতির কাজ। তারপর লাইন মেরামত হলে মাঝপথে থমকে যাওয়া আপ ক্যানিং লোকালটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ওই লাইনে স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা। ছোট্ট দীপের জন্যই যে এ যাত্রায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, সে কথা স্বীকার করে নিয়েছেন রেল আধিকারিকেরাও।