Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনার টিকা নিলেই মিলবে ব্যাঙ্কের টাকায় বেশী সুদ? জেনে নিন কোন কোন ব্যাঙ্ক দিচ্ছে এমন সুবিধা!

করোনা মহামারীতে (Corona Pandemic) আক্রান্ত গোটা বিশ্ব। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অবস্থায় করোনা টিকা (Covid Vaccine) নেওয়াই একমাত্র পথ। তাই মহামারী থেকে পরিত্রাণ পেতে মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার লক্ষ্যে সারা বিশ্বেই নেওয়া হচ্ছে অভিনব পন্থা। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার টিকাকরণে উৎসাহ দিতে কোনও প্রদেশে বা দেওয়া হচ্ছে বিনামূল্যে উইড (Weed) বা মদের উপর বিশেষ ছাড়। কোথাও দেওয়া হচ্ছে বিনামূল্যে সিনেমার টিকিট, কোথাও করোনা টিকাকরণের উপর করা হচ্ছে লটারিরও ব্যবস্থা। করোনা ভ্যাকসিন নিতে জনগণকে উৎসাহিত করতে এবারে এমন কিছু পদক্ষেপ নেওয়া হল ভারতবর্ষেও। বা বলা ভালো এগিয়ে এলো ভারতে কিছু ব্যাঙ্ক। করোনা টিকাকরণ হলে সেই ব্যাক্তিদের জন্য বিশেষ সুদের ব্যাবস্থা করল ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইউকো ব্যাঙ্ক ও সেন্টাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা ঘোষনা করেছে কোভিড টিকা নেওয়া গ্রাহকদের জন্য স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বেশি হারে সুদ দেওয়ার কথা।

national banks of india will provide more interest for vaccinated people

এক বিবৃতির মাধ্যমে ইউকো ব্যাঙ্কে (UCO Bank) জানিয়েছে , ‘ করোনা টিকাকরণে জনগনকে উৎসাহ প্রদান করতেই আমাদের এই সামান্য পদক্ষেপ। এই বেশী হারে সুদ দেওয়ার আমাদের নতুন অফারের নাম দিয়েছি ইউকোভ্যাক্সি-৯৯৯। এই অফার চলবে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর অবধি।’ কোনো গ্রাহক কোভিড ভ্যাকসিন নেওয়ার পর সেই শংসাপত্র দেখিয়ে অন্তত ৯৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ০.৩০ শতাংশ বেশি সুদ পাওয়া যাবে। তবে এই অতিরিক্ত সুদের লাভ পেতে আমানত বা ডিপোজিটটি করতে হবে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

ইউকো ব্যাঙ্কের মতো এই ধরনের বিশেষ সুদের সুবিধা দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Central Bank of India)। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কোনো গ্রাহকও যদি টিকা নেওয়ার পর স্থায়ী আমানতে ১ হাজার ১১১ দিনের জন্য টাকা রাখেন তাহলে দেওয়া হচ্ছে ০.২৫ শতাংশ বেশি সুদ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই বর্ধিত সুদের হার হচ্ছে ০.৫০ শতাংশ।

Related posts

বিশ্বের সবচেয়ে ছোট মানুষ! গত দশ বছরে উচ্চতা বেড়েছে ১.৮ সেন্টিমিটার

News Desk

আবারও করোনা নিয়ে চিন্তায় রাখছে চিন ও দক্ষিণ কোরিয়া, ভারতে করোনা সংক্রমণ নিম্নমুখী

News Desk

দূরপাল্লার ট্রেন টিকিটের ক্ষেত্রে নতুন নিয়ম আনল ভারতীয় রেল! যাত্রার আগে জেনে নিন আপনিও

News Desk