Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ডেল্টার পর আতঙ্কের নতুন নাম কাপ্পা! গুজরাটে ৫ জনের শরীরে মিলল করোনার এই স্ট্রেন

২০২০ সালে পৃথিবীতে মহামারী রূপে আছড়ে পরে নভেল করোনা ভাইরাস। এরপর সময়ের সাথে সাথে করোনাভাইরাস করেছে নিজের চরিত্র পরিবর্তন করছে। নিত্যনতুন করোনা ভ্যারিয়েন্ট বাড়াচ্ছে আতঙ্ক। আলফা, বিটা, ডেল্টা, গামা ভ্যারিয়্যান্টগুলির দাপটে গোটা বিশ্ব নাজেহাল। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের পেছনে করোনা ডেল্টা ভ্যারিয়ান্টের (Corona Delta Variant) বাড়-বাড়ন্ত ছিলই। এরপর নতুন করে করোনা ভাইরাসের কাপ্পা ভ্যারিয়ান্ট (Kappa Variant) চিন্তা বাড়াচ্ছে। গবেষকরা জানাচ্ছে ডেল্টার মতো কাপ্পাও করোনাভাইরাসের ডবল মিউট্যান্ট (Double Mutant)। কিছুদিন আগে করোনা আক্রান্তদের মধ্যে কাপ্পা ভ্যারিয়ান্ট এর রাজস্থান ও উত্তরপ্রদেশে সাতটি কেস ধরা পড়েছে। এবার গুজরাটেও পাওয়া গেল করোনার কাপ্পা প্রজাতি। সম্প্রতি জানা গিয়েছে, গুজরাটে ৫ জনের দেহে মিলেছে করোনার কাপ্পা ভ্যারিয়্যান্ট। আর এই নতুন আক্রান্তের তথ্য নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে।

Covid Kappa strain causing threat in india

শনিবার গুজরাটের স্বাস্থ্য মন্ত্রক তরফে জানানো হয়, গুজরাটের জামনগরে করোনা কাপ্পা প্রজাতিতে আক্রান্ত তিন জন রোগী, গোধরাতে আক্রান্ত হয়েছেন দুই জন আর ওই রাজ্যের মেহসানাতে আক্রান্ত এক জন। এই বছর মে মাসে হু (WHO) এই করোনা ভ্যারিয়্যান্টের নাম রেখেছিল কাপ্পা। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতে করোনার এই কাপ্পা ভ্যারিয়্যান্ট এখনও উদ্বেগের কারণ নয়।

অনেকেরই চিন্তা হয়ে পারে ভারতে যে করোনা টিকাগুলি দেওয়া হচ্ছে সেইগুলি কাপ্পা ভ্যারিয়ান্টের বিরুদ্ধে বর্তমান কতটা কার্যকরী? আইসিএমআর (ICMR) জানিয়েছে ভারত বায়োটেকের (Bharat Biotech) প্রস্তুত করা কোভ্যাক্সিন (Covaxin) কাপ্পা ভ্যারিয়ান্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে কার্যকরী। এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University) কিছু দিন আগেই জানিয়েছিল কোভিশিল্ড (Covishield) কাপ্পা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেয়।

করোনাভাইরাসের রূপ বদল নিয়ে রীতিমতো উদ্বিগ্ন গোটা বিশ্ব। এদিকে ফ্রান্সের একদল গবেষক এক সতর্কবার্তা দিয়েছে যে শীতকালে করোনাভাইরাসের নতুন কোনো ভ্যারিয়্যান্ট থাবা বসাতে পারে। ফ্রান্স প্রশাসনের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান জ্যঁ-ফসোয়াঁ দেলফেসি জানিয়েছেন, ‘শীতকালে করোনার একটি নতুন ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারে, এমন সম্ভাবনা যথেষ্ট রয়েছে।’

Related posts

বেস্ট ফ্রেন্ড গর্ভবতী জেনে কেন এত রেগে গেল কনে! নিমন্ত্রিতের তালিকা থেকেই দিলেন বাদ…

News Desk

কয়েকটি ভুলে বাতিল হয়ে যাচ্ছে সরকারি প্রকল্প লক্ষীর ভান্ডার ফর্ম! আবেদনের আগে জেনে নিন

News Desk

চারপেয়ে মানুষ! সত্যিই এই গ্রামের মানুষেরা এখনও বানরের মতন হাঁটেন চার হাত-পায়ে! কেন

News Desk