Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারও বাড়ছে সংক্রমণ, ২৪ ঘন্টায় বাড়ল মৃত্যুও! তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে কি পদক্ষেপ?

দেশে করোনায় ফের বাড়ল দৈনিক সংক্রমন (Covid Daily Cases)। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। দেশের দৈনিক করোনা গ্রাফ গত এক মাস ধরে রোজ ওঠানামা করলেও টানা প্রায় ১ মাস করোনা সংক্রমনের হার যদিও ৩ শতাংশের কমই রয়েছে। স্বাস্থ্যমন্ত্র সুস্থতার হার কে স্বস্তিজনক বলেই ভাবছেন। কিন্তু এই দিকে আগস্টেই রয়েছে ভারতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। স্বাস্থ্য মন্ত্রক এই মর্মে জানিয়েছে আসন্ন তৃতীয় ঢেউ (Covid Third Wave) থেকে শিশুদের সুরক্ষিত রাখতে তাদের সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিন দেওয়ার ভাবনা চিন্তা চলছে জানিয়েছে এইমস।

Covid update July 24 in india
Covid update July 24 in india

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৯৭। শুক্রবারের স্বাস্থ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তর হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন। স্বাস্থ মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ হাজার ৬৫২। এই নিয়ে ভারতে মোট করোনা আক্রান্ত এর সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯ জনে।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৬ জন। এর আগের দিন অর্থাৎ শুক্রবার করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৮৩। দেশে এই যাবৎ করোনায় প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২০ হাজার ১৬ জন। ভারতে এখনও পর্যন্ত করোনার করাল গ্রাসে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ১৬ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৭ জন। তার আগের দিন অর্থাৎ শুক্রবার করোনা থেকে মুক্তি লাভ করেছেন ৩৮ হাজার ৭৪০ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে করোনা জয়ীর সংখ্যা ৩৮ হাজার ৬৫২। এখনও পর্যন্ত দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ৫ লক্ষ ৩ হাজার ১৬৬ জন।

দেশে বর্তমান করোনা আক্রান্ত রয়েছেন এমন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯৭৭ জন যা গত ২৪ ঘন্টায় কিছুটা হলেও বেড়েছে। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের স্থান বিশ্বে সপ্তম।

Related posts

এই সমস্ত অভ্যাস কমিয়ে দেবে আপনার স্পার্ম কাউন্ট!

News Desk

৭০ দিন পর দেশে সর্বনিম্ন করোনা দৈনিক সংক্রমন , উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা

News Desk

গাড়ি নিয়ে জোম্যাটো ডেলিভারী বয়কে পিষে দিল মদ্যপ পুলিশ! মৃত পরিবারের একমাত্র উপার্জনকারী

News Desk