Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দরকার পড়বে না কন্ডোম বা পিলের, সেক্স করার সময় গর্ভনিরোধক হিসাবে কাজ করবে অঙ্গের গয়না!

কন্ডোম পরে যৌন মিলনে সচ্ছন্দ নন? আবার কন্ডোম ছাড়াও বা পিল না থাকলেও বিনা নিরাপত্তায় যে আপনি যৌনতায় লিপ্ত হবেন, সেই সাহসও পাচ্ছেন না৷ এমন পরিস্থিতিতে কি করবেন ভেবে নাজেহাল? এমন পরিস্থিতিতে পরে ভয়ে থাকেন অনেক ৷ কিন্তু যদি এই সময় কাজ হয়ে যায় একটি ছোটো খাটো গয়না পরলেই। অবাঞ্চিত গর্ভধারণের সমস্যা থেকে যদি মুক্তি দিতে পারে একটিমাত্র কানের দুল কিংবা কব্জিতে বাঁধা হাতঘড়ি৷ হ্যাঁ, ঠিকই দেখলেন৷ নতুন এক গবেষণা বলছে, কানের দুল, গলার হার কিংবা হাত ঘড়ি নাকি কন্ডোম কিংবা গর্ভনিরোধকের কাজ করে দিতে পারে৷ যৌন মিলনের সময় অঙ্গে এগুলি থাকলে আটকানো যেতে পারে অবাঞ্ছিত গর্ভধারণ৷

কিছুদিন আগে এই ধরনের গয়নাটি তৈরি করেছে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। গবেষকদের দাবি, যা কিছু হতে পারে গয়নাটি যেমন কানের দুল কিংবা গলার হার অথবা হাতের চুরি বা ঘড়িও৷

small jwellery can work as contraceptive

‘কনট্রাসেপটিভ হরমোন’ গয়নার মধ্যে লাগিয়ে দেওয়া হবে৷ ট্যাবলেটের আকারে ওই ‘কনট্রাসেপটিভ হরমোন’ আটকে দেওয়া হবে গয়নায়৷ গয়না পরলেই ওই হরমোন আসবে ত্বকের সংস্পর্শে। আর সাথে সাথেই ওই হরমোন মিশে যাবে নির্দিষ্ট ব্যাক্তির রক্তে৷ এর কারণে পরনের গয়না হয়ে উঠবে গর্ভনিরোধক৷ ওই গয়না পরে নিজের, স্বামী, স্ত্রী বা সঙ্গিনীকে নিয়ে যতবারই সেক্স করুন না কেন, অবাঞ্ছিত গর্ভধারণ কখনোই হবে না বলে দাবি গবেষকদের৷ যৌন মিলনের সময় কনট্রাসেপটিভ পিলের এবং কন্ডোম ব্যবহারের ক্ষেত্রেও অনীহা রয়েছে বহু মানুষের ৷

সেক্ষেত্রে এই গয়না ব্যবহারে করলে যদি হয় সমস্যার সমাধান তাহলে এড়ানো যাবে অবাঞ্ছিত গর্ভধারণ , অনুমান গবেষকদের৷

এখন নিশ্চয়ই পরিকল্পনা করছেন প্রেমিকাকে আগামী জন্মদিনে কিংবা স্ত্রী কে সামনের বিবাহবার্ষিকীতে এমন একটি গয়না উপহার দেওয়ার৷ যাতে পরবর্তী সেক্স হয় সুরক্ষিত৷ কিন্তু না, এখনই তা সম্ভব নয়। কারণ, মানব শরীরে পরীক্ষা হয়নি এই গর্ভনিরোধ করা হরমনের। মানব শরীরে কাজ করবে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত নন গবেষকরা৷

কারণ, এই যাবৎ শুধুমাত্র ইঁদুর এবং শূকরের উপর এই হরমোনের পরীক্ষা করা হয়েছে৷ কিন্তু সাফল্য এসেছে বলেই দাবি গবেষকদের৷ কিন্তু মানব শরীরে এই কন্ট্রাসেপটিভ হরমনের পরীক্ষা সফল না হওয়া পর্যন্ত ‘কনট্রাসেপটিভ গয়না’র কথা ভুলে সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম কিংবা ওষুধের উপর ভরসা রাখুন৷

Related posts

১০ মিনিটে চো চো করে শেষ দেড় লিটার কোল্ডড্রিঙ্কস! মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২২ বছরের যুবক

News Desk

পৃথিবীতে এই শহর কে বলা হয় দাবার শহর! জানেন কোন শহর?

News Desk

এই পেশার সঙ্গে যুক্ত কর্মীদের শীঘ্রই মিলতে পারে স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াতের সুযোগ

News Desk