Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল! ৪৯৯ পেয়ে প্রথম হয়েছেন ১ জন, প্রথম দশের তালিকায় ৮৬ জন

প্রকাশিত হল ২০২১ সালের পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result 2021)। করোনা আবহে বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে দেওয়া হয়েছে ছাত্র ছাত্রীদের নম্বর। পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। উচ্চমাধ্যমিকে এবারে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। প্রথম দশের তালিকায় জায়গা পেয়েছেন মোট ৮৬ জন। তবে প্রথম হয়েছেন এক জনই। তার প্রাপ্ত নম্বর ৪৯৯। জানা যাচ্ছে তিনি মুর্শিদাবাদের কোনো স্কুলের এক মুসলিম ছাত্রী। ২০২১ সালের সব জেলাতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ৯০ শতাংশের বেশি পাশ করেছেন। উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। মোট উত্তীর্ণ হয়েছেন এমন ছাত্র ছাত্রীদের সংখ্যা ৭ লক্ষ ৯৯ হাজার ৮৮ জন। তাদের মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে এই বছরের উচ্চমাধ্যমিক -এ ৯০ শতাংশের চেয়ে বেশি নম্বর প্রাপ্ত হয়েছেন মোট ৯০১৩ জন পরীক্ষার্থী। ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী পেয়েছেন ‘A’ গ্রেড।

২০২১ সালের উচ্চমাধ্যমিকে কলা বিভাগে পাশ করেছেন ৯৭.৩৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাশের হার হয়েছে  ৯৯.৭৭ শতাশ। এবং বাণিজ্য বিভাগে পাশের হার ৯৯.০৮ শতাংশ পড়ুয়া। এইবারে কোনও অসম্পূর্ণ রেজাল্ট নেই। ছেলে এবং মেয়েদের পাশের হার প্রায় সমান সমান। ৯৭.৩৩ শতাংশ। তবে এবার গতবারের তুলনায় ৬০ শতাংশ বা তার বেশি নম্বর প্রাপ্ত করেছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জনে। 
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তরফে এবারের পরীক্ষায় কোনো মেধা তালিকা প্রকাশিত করা হয়নি।

গত ৭ জুন করোনা আবহে বাতিল করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam) । এরপরেই সিদ্ধান্ত হয় বিকল্প মূল্যায়নের পদ্ধতি। যে কারণে একাদশের পরীক্ষা বিশেষ গুরুত্ব পেয়েছে। এবং একাদশের উত্তরপত্র সংরক্ষণ করার কথা জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিকেল ৪টে থেকে ছাত্র ছাত্রীরা নিজের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে জানতে পারবে রেজাল্ট। কাল থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৫২টি কেন্দ্রে থেকে মিলবে মার্কশিট। ২৩ জুলাই থেকে মার্কশিট দেওয়া হবে স্কুলে।

Related posts

আগুনের গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, স্কুল বন্ধের দাবি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলের

News Desk

দিদার গর্ভে নাতনি! নিজের ছেলের সন্তানের মা হতে চলেছেন ৫৬ বছর বয়সী নারী

News Desk

টলিউডে শোকের ছায়া! মারা গেলেন বাংলা সিনেমা জগতের তারকা অভিষেক চট্টোপাধ্যায়

News Desk