Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সস্তি দিচ্ছে দেশের করোনা গ্রাফ। আজ দেশে দৈনিক মৃত্যু নামল ৪০০-র নিচে, হ্রাস পেল সংক্রমণও

দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা ভারতে স্তিমিত। চিন্তায় রাখছিল কিছু রাজ্যের ঊর্ধ্বমুখী সংক্রমন আর করোনায় মৃত্যু। এবারে সেই মৃতের গ্রাফেও মিলল সস্তি। দীর্ঘদিন বাদে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু নামল চারশোর নীচে। ৩০ হাজারের গণ্ডি ছুঁয়ে থাকল করোনা দৈনিক সংক্রমণও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩ জন।সোমবারের করোনা পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩৮ হাজার ১৬৪। রবিবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪১ হাজার ১৫৭। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩৮ হাজার ৭৯। শুক্রবারের পরিসংখ্যান বলছে, করোনা আক্রান্ত -এর সংখ্যাটি ছিল ৩৮ হাজার ৯৪৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২ জন।

Covid third wave may hit in August says report by SBI

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। সোমবারের হেলথ বুলেটিন অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪৯৯। রবিবারের হেলথ বুলেটিন অনুযায়ী , এই সংখ্যাটি ছিল ৫১৮। শনিবারের হেলথ বুলেটিন অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫৬০। শুক্রবারের হেলথ বুলেটিন অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫৪২। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে করে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ২৫৪ জন। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬৬০। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সুস্থ হয়েছেন ৪২ হাজার ৪ জন। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১৬। শুক্রবারের পরিসংখ্যান সুস্থ হয়েছেন ৪০ হাজার ২৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই মুহূর্তে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ১৩০। ভারতে এখনও পর্যন্ত করোনা টিকার ডোজ পেয়েছেন ৪১.১৮ কোটি মানুষ।

Related posts

দশ হাতের দুর্গা নয়, এই পরিবারে চার হাতেই হয় প্রতিমার আরাধনা! কেন এই রীতি জানেন?

News Desk

সল্টলেকে রাস্তার পাশের স্তুপাকৃত তারের জঞ্জালে বাইকের চাকা জড়িয়ে মর্মান্তিক মৃত্যু আরোহীর

News Desk

ভ্যাকসিন মজুত নেই তাও বিরক্তিকর ‘টিকা লাগাও’ রিংটোন”: কটাক্ষ আদালতের

News Desk