Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ইউনিফর্ম পরনে সোশ্যাল মিডিয়াতে ছবি! ভুয়ো IAS, CBI এর পর নজরে ভুয়ো মহিলা ‘ট্রাফিক সার্জেন্ট’

পশ্চিমবঙ্গে যেন ঠিক কেঁচো খুঁড়তে বেরোচ্ছে কেউটে। ভ্যাকসিন কাণ্ডে ভুয়ো কেএমসি কর্তা তথা IAS অফিসার হিসাবে নিজেকে পরিচয় দেওয়া দেবাঞ্জন দেব এবং একাধিক ভুয়ো সিবিআই অফিসার ধৃত হওয়ার পর এ বারে পুলিশের নজরে এলো নিজেকে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট (Kolkata Police Traffic Surgent) বলে দাবি করা সুলগ্না ঘোষ।ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস।

কখনও চুলে বাঁধা পনিটেল আবার কখনও টপ নট। পরনে রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ সার্জেন্টের ধবধবে সাদা ইউনিফর্ম! সোশ্যাল মিডিয়ায় কয়েক দিন ধরে ঘুরছিল স্মার্ট এবং সুন্দরী এই মহিলা পুলিশ আধিকারিকের ছবি। এমনকি কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্রের ছবি দিয়ে তার তলায় ক্যাপশন দেন বাপি।

এই সব আচরণ , তার উপর বেশ সুন্দরী এক মহিলা পুলিশকর্তা, তাই এই মেয়েটি নজর কেড়েছিল অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই মহিলা যার নাম সুলগ্না ঘোষ। তবে কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সুলগ্না সেই সব ছবি ডিলিট করে দেয়। এরপর যাদবপুরের এই তরুণীর বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক কেউ একটি মামলা দায়ের করেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে। এরপরই তদন্তে নেমে চোখ রীতিমত কপালে ওঠে কলকাতা পুলিশের। তদন্তকারী আধিকারিকরা সুলগ্নাকে জিজ্ঞেস করতে জানতে পেরেছেন, বেশ অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নিজেকে ট্রাফিক সার্জেন্ট পরিচয় দিয়ে একাধিক ছবি পোস্ট করছিলেন সুলগ্না ঘোষ।

অভিযোগ, নানা ধরনের কমেন্টের মাধ্যমে নিজেকে কলকাতা পুলিশের সার্জেন্ট বলে জাহির করত ওই যুবতী। পরবর্তী সময়ে সেইসব ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছেও দেন। জেরায় সুলগ্না জানিয়েছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নিজের ফলোয়ারদের কাছে নিজের দর বাড়াতে সে এই সব ছবি পোস্ট করতো। তবে এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে ভুয়ো পরিচয় নিয়ে এই যুবতী কারো সাথে কোনো প্রতারণা করেছেন এমন কোনও অভিযোগ মেলেনি।

Related posts

বিয়ের অনুষ্ঠানে খাবার খেতে না দেওয়ায় রাগ! নবদম্পতির সামনেই বিয়ের সমস্ত ছবি ডিলিট করে দিলেন ফটোগ্রাফার

News Desk

মৃত শিশু চোখ খুলবে! অন্ধবিশ্বাসে ১৮ ঘণ্টা বন্ধ ঘরে রাখা দেহ শেষে পিঁপড়ে খুবলে খেল

News Desk

এক একটি আমের দাম নাকি ১০০০ টাকা! আমপ্রেমীদের জন্যে বাজারে হাজির নূরজাহান

News Desk