Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আপনার কাছে ডেবিট বা ক্রেডিট কার্ড রয়েছে! মিলতে পারে এইসব বিশেষ সুবিধা

বর্তমানে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন বেশির ভাগ মানুষ৷ তবে এই কার্ডে একাধিক সুবিধা পাওয়া যায় শুধু টাকা তোলা বা পেমেন্ট ছাড়াও৷ কিন্তু আমরা সে বিষয়ে জানি না অনেকেই৷ ডেবিট ও ক্রেডিট কার্ড ইনস্যুরেন্স কভার একাধিক ব্যাঙ্ক দিয়ে থাকে ৷ কী ধরনের কার্ড আপনার কাছে রয়েছে তার উপর নির্ভর করবে কত টাকা ইনস্যুরেন্স কভার মিলবে ৷

চেন্নাইয়ের ইন্ডিয়ান ব্যাঙ্কের (Indian Bank) এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ডেবিট কার্ডে ইস্যুরেন্স কভার দেওয়া হয় ব্যাঙ্ক রুপে কার্ড প্রোগ্রাম অনুযায়ী৷ তিনি আরও জানান,বিমা কভার মিলবে ব্যাঙ্কের তরফে জারি সমস্ত ক্রেডিট কার্ডে৷ গ্রাহকের দুর্ঘটনায় মৃত্যু বা বিকলাঙ্গ হয়ে গেলে তাঁদের ইনস্যুরেন্স দেওয়া হয়ে থাকে।

this lesser known facilities available with credit or debit card

৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভারেজ ক্রেডিট ও ডেবিট কার্ডের ভেরিয়েন্টের উপর নির্ভর করে৷ পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি কভার দিয়ে থাকে কেবল দুর্ঘটনায় মৃত্যু বা আহত হয়ে মৃত্যু হলে ৷

এইচডিএফসি ব্যাঙ্কের সূত্রের খবর, ইনস্যুরেন্স কভারেজ গ্রাহকের ব্যাঙ্কের সঙ্গে কেমন সম্পর্ক তার নির্ভর করে৷ ২ লক্ষ থেকে শুরু হয় ১০ লক্ষ টাকা পর্যন্ত ডেবিট ও ক্রেডিট কার্ড দুইয়ের জন্য বিমা কভারেজ।

তবে বেশির ভাগ সময়ই জানেন না গ্রাহকরা এই সমস্ত সুবিধার বিষয়ে৷ গ্রাহকদের সমস্ত পরিষেবার বিষয়ে সচেতন করা এটা ব্যাঙ্কের দায়িত্ব৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ইনস্যুরেন্স কভার দাবি করার জন্য একটি শর্ত হচ্ছে কার্ড অ্যাক্টিভ থাকতে হবে এবং ক্লেম করতে হবে একটি বিশেষ টাইম ফ্রেমের মধ্যে ৷

রুপে ইনস্যুরেন্স প্রোগ্রাম অনুযায়ী,ক্লেম করতে হবে দুর্ঘটনার দিন থেকে ৯০ দিনের মধ্যে৷ এবং ক্লেমের সঙ্গে সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ পাশাপাশি দুর্ঘটনার ৯০ দিন আগে অ্যাক্টিভ ট্রানজাকশন থাকতে হবে কার্ড থেকে।

Related posts

স্কুলে যাওয়ার পথে রোজ রোজ একই হুমকি! সহ্য না করতে পেরে বিষ খেল ১৫ বছরের কিশোরী

News Desk

সেক্সী হওয়ার ইচ্ছায় নিতম্ব উন্নত করলেন মডেল! যৌন সঙ্গম করতে গিয়ে পড়লেন ফাঁপরে

News Desk

ওমিক্রণ কি অতিমারীর ‘শেষের শুরু’? শক্তি হারাচ্ছে করোনা? কি বলছে সমীক্ষা?

News Desk