Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
Uncategorized

বছরে একবার ১২ টাকা বিনিয়োগ করলে পেতে পারেন ২ লক্ষ টাকার সুরক্ষা। জানেন কেন্দ্রীয় সরকারের এই স্কিম?

অনেক পরিবারই তার এক মাত্র উপার্জনক্ষম ব্যাক্তির উপর হয় নির্ভরশীল। কিন্তু যদি কোনো ভাবে দূর্ভগ্যক্রমে পরিবারের সেই উপার্জনকারী সদস্য মারা যায় তাহলে সেই পরিবার যেন অতল জলে পরে যায়। মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয় তাদের। এমন পরিস্থিতির কথা কল্পনা করে অনেকেই নিজের পরিবারকে বাঁচাতে আগে থেকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ বা সঞ্চয়ের পরিকল্পনা করে থাকেন। কিন্তু আজকাল বিভিন্ন বাজার চলতি স্কিম থাকলেও সেইখানে ঝুঁকির শেষ নেই। এমন অবস্থায়  একটি ঝুঁকি বিহীন এবং বিশ্বাসযোগ্য বিনিয়োগের পরিকল্পনা হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana )।

কি এই যোজনা?

এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে (PMSBY) ১৮ বছর বয়স থেকে ৭০ বছর বয়সী ভারতীয় এবং প্রবাসী ভারতীয়দের জন্যে বার্ষিক ১২ টাকা প্রিমিয়ামের বিনিময়ে দুর্ঘটনা জনিত বিমা সুরক্ষার ব্যবস্থা করা হয়। যে ব্যাক্তি এর অন্তর্ভুক্ত হচ্ছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি বছর সরাসরি এই প্রিমিয়ামের টাকা কেটে নেওয়া হয়। এই বিমার মাধ্যমে  দুর্ঘটনাজনিত বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিমাকারী ব্যাক্তি যদি মারা যান বা সম্পূর্ণ অক্ষম হয়ে জন সেই ক্ষেত্রে তাঁর নমিনি করে রাখা ব্যক্তিকে ২ লক্ষ টাকা এবং আংশিক ভাবে অক্ষম হলে ১ লক্ষ টাকা দেওয়া হয়। তবে আত্মহত্যার ক্ষেত্রে এই বীমার কোনো সুযোগ সুবিধা পরিবার পাবে না। তবে খুন হলে টাকা পাবেন পরিবার।

এই বীমা যোজনায় (PMSBY) অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক ব্যাক্তি আধার কার্ড , অন্য কোনো ভ্যালিড পরিচয়পত্র, ব্যাঙ্কের পাসবুক, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ফোটো প্রয়োজন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বীমা যোজনায় আবেদন করা যায়।

Related posts

ভারতের স্বাধীনতার ৭৫ বছরে ধামাকা অফার SBI-র, ডিপোজিটে মিলবে বেশী সুদ! জানুন বিস্তারিত

News Desk

হাসলেই ঘুমিয়ে পড়েছেন, তরুণীর রোগ ঘুম ওড়াচ্ছে চিকিৎসকদের।

News Desk

Omicron Update: জুলাই মাস থেকেই হানা দিয়েছে করোনার এই নয়া প্রজাতি ওমিক্রন?

News Desk