Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাইক্রোসফট উইন্ডোজ ১১ ইনস্টল করা যাবে কি আপনার কম্পিউটারে? দেখে নিন বিশদে

মাইক্রোসফটের আনতে চলেছে উইন্ডোজ ১১। গত ২৪ জুন এই নতুন অপারেটিং সিস্টেমটি লঞ্চ করেছে মাইক্রোসফট। এবার থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করার পাশাপাশি নানান নতুন ফিচারস এনেছে এবারে মাইক্রোসফট। সংস্থা সূত্রে জানানো হয়েছে যে উইন্ডোজ ১০ যারা ব্যাবহার করেন তারা নতুন উইন্ডোজ ১১ এমনিই এই নতুন অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে পারবেন।

কিন্তু মাইক্রোসফটের উইন্ডোজ ১১ ইনস্টল করতে হলে কি কি লাগবে আপনার কম্পিউটারে। জানিয়েছে মাইক্রোসফট। তারা ছোট্ট একটি সফটওয়্যার -এর সুবিধা দিয়েছে যা থেকে আপনি নিজেই জেনে নিতে পারবেন। এর জন্য আপনাকে পর পর যা করতে হবে জেনে নিন।

features of new windows 11

মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়ে পিসি হেলথ চেক (PC health check) সটওয়্যারটি ডাউনলোড করুন। এরপর সফটওয়্যার টির রুলেস্ আর রেগুলেশন চেক করুন। তারপর ‘ওপেন পিসি হেলথ চেক’ (Open PC health check) নামাঙ্কিত জায়গায় ক্লিক করে ‘Finish’ নির্বাচন করুন।

সফটওয়্যারটির হোম পেজের উপরে লেখা থাকবে ‘পিসি হেলথ অ্যাট আ গ্লান্স’। ওপরের দিকে ‘ইনট্রোডিউসিং উইন্ডোজ ১১’(Introducing Windows 11) লেখা বক্স দেখাবে। সেখান থেকে ‘Check Now’ বাটন ক্লিক করুন।

আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ ১১ ইনস্টলের করার মতো সিস্টেম না থাকে তাহলে ‘This PC will not run Windows 11’ লেখা দেখাবে। পাশাপাশি ইনস্টল করতে না পারার কারণ দেখাবে। তাই আপনি জেনে নিতে পারবেন আপনার কম্পিউটারের কোন যন্ত্রাংশটি উইন্ডোজ ১১-এর উপযোগী নয়।

আর আপনার কম্পিউটার এই উইন্ডোজে জন্য সঠিক হলে মাইক্রোসফটের নির্ধারিত সময় অনুযায়ী, বড় দিনের সময়ে অর্থাৎ আগামী ডিসেম্বরের শেষ দিকে উইন্ডোজ ১১ ইনস্টল করার সুযোগ পাবেন আপনি।

উইন্ডোজ ১১ আপনার কম্পিউটারে ইনস্টল করতে আপনার কম্পিউটারে যা যা থাকা আবশ্যক

প্রসেসর: অন্তত ১ গিগাহার্টজ এর বা তার থেকে বেশি ৬৪-বিট স্পীডের প্রসেসর।

র‍্যাম: অন্তত ৪ গিগাবাইট

স্টোরেজ: কম্পিউটারে হার্ডডিস্কে ৬৪ গিগাবাইট বা তার বেশি জায়গা

সিস্টেম farmwire: সিকিউর বুট করা যায় এমন।

টিপিএম: ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল (Trusted Platform Module) বা TPM 2.0

গ্রাফিকস কার্ড: অন্তত direct সমর্থন করতে হবে, সঙ্গে থাকতে হবে উইন্ডোজ ডিসপ্লে ড্রাইভার মডেল (ডব্লিউডিডিএম) ২.০ ড্রাইভার

ডিসপ্লে: অন্তত ৯ ইঞ্চি বা ৭২০ পিক্সেল রেজোলুশন ডিসপ্লে।

Related posts

মোবাইলের ব্যাক কভার হলদেটে হয়ে গেছে? সহজ উপায়ে ফের পরিষ্কার করে নিন!

News Desk

SBI নিয়েএলো দুর্দান্ত সুযোগ! মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই পেতে পারেন লাখ টাকা!

News Desk

ভারতের সর্বোচ্চ সাহসীকতার পদক, ‘পরম বীর চক্র’। এই বীর চক্রের পেছনে রয়েছেন এক মহিলার অবদান

News Desk