ভারতে করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের দাপট অব্যাহত রয়েছে। আশা জাগিয়ে ক্রমাগত কমছিল করোনার প্রভাব। দৈনিক সংক্রমণ একবার ৪২ হাজারের কাঁটা ছোঁয়ার পরে ফের বেড়েছে সংক্রমন। পর পর লাগাতার তিন দিন করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশিই রয়েছে। এর পাশাপাশি ভারতে খোঁজ মিলেছে নতুন ডেল্টা প্লাস স্ট্রেনের। অতি সংক্রামক এই স্ট্রেন আবারও সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী করে কিনা তাই নিয়ে চিন্তায় গোটা দেশ। তবে গতকালের থেকে কিছুটা কমেছে দৈনিক সংক্রমন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর হয়েছেন ৫১,৬৬৭ জন। এর আগে অর্থাৎ বুধবার দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৫৪,০৬৯ , হেলথ বুলেটিন বলছে মঙ্গলবার এই সংখ্যা ছিল ৫০,৮৪৮।
গত ২৪ ঘণ্টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সুস্থের সংখ্যা ৬৪,৫২৭ জন। কমছে করোনা অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা। ২৪ ঘন্টায় কমেছে কমেছে ১৪,১৮৯। দেশে মোট করোনা অ্যাক্টিভ রুগীর সংখ্যা বর্তমানে ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮ জন। দেশে এই নিয়ে টানা ৪৩ দিন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী ২৫ ঘন্টায় মারা গেছেন ১,৩২৯ জন করোনা রোগী। এই যাবৎ দেশে দেশে করোনায় মৃত্যুর হার রয়েছে ১.৩০ শতাংশ। অন্যদিকে, সুস্থতার হার ৯৬ শতাংশ।
এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হলেন ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫। করোনা কে জয় করে সুস্থ হয়ে উঠেছেন কোটি ৯১ লক্ষ ২৮ হাজার ২৬৭। মোট করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৩১০।