গায়ের রঙ সোনালি। তার উপর রয়েছে নানা রঙের মেলা।কিন্তু বাহারী রঙের এই সরীসৃপ কচ্ছপটি থাকে হয়ে ওঠে ভয়ঙ্কর।
যেই জলাশয়ে এই কচ্ছপ থাকে, সেখানেকার বাস্তুতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মাছ, ব্যাঙ, জলের পোকা থেকে শুরু কচ্ছপও পর্যন্ত বাদ যায় না এর থাবা থেকে। খেয়ে ফেলে সব কিছু।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই রাক্ষুসে কচ্ছপের চলতি নাম রেড ইয়ার্ড কচ্ছপ। মুলত আমেরিকায় নানা জলাশয় , দীঘি কি নদীতে মেলে এর দেখা। কিন্তু আশ্চর্যের বিষয় সেই কচ্ছপ উদ্ধর হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থেকে।
সেই ভয়ঙ্কর কচ্ছপের দেখা মিলল রাজ্যে। ‘জায়ান্ট টরটয়েস’।
বিরল প্রজাতির এই কচ্ছপটিকে দক্ষিণ ২৪ পরগনার গ্রামবাসীরা দেখতে পান। তাঁরাই কচ্ছপটিকে তুলে দেন পুলিশের হাতে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জেলার জয়নগর থানার চালতাবেরিয়া অঞ্চলের বাসিন্দা অনিমেষ মন্ডল বাড়ি ফেরার সময় এই কচ্ছপটি কে জলাশয় থেকে বেরিয়ে আসতে দেখেন। তিনি পরে তিনি সেটিকে বাড়ি নিয়ে আসেন। রাতে জয়নগর থানায় খবর পৌঁছালে পুলিশ সেখানে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে। পরদিন সকালে সেটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। এই কচ্ছপটিকে আলিপুর চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করছে বন দফতর।
তবে মার্কিন মুলুকের এই কচ্ছপ ভারতে মেলায় ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে। কারণ, এই প্রজাতির কচ্ছপ স্থানীয় জলাশয়ের বাস্তুতন্ত্রের জন্য খুবই বিপদজনক। এই কচ্ছপ যে জলাশয়ে থাকবে সেখানে বাকি প্রায় সব জলের জীব খেয়ে ফেলে। ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। কিন্তু সবথেকে উদ্বেগের বিষয় হল, অনেকে এই রাক্ষুসে কচ্ছপকে সাধারণ কচ্ছপ ভেবে এনে বাড়িতে পোষেন। এই কাজ সম্পূর্ণ বেআইনি। এই আমেরিকান রেড ইয়ার্ড কচ্ছপ খুব দ্রুত বংশবিস্তার করে। যেই জলাশয়ে এই কচ্ছপ থাকে সেখানে আবার রোগও ছড়ায়। সংক্রমণ ঘটে, ফলে স্থানীয় বাস্তুতন্ত্রে বিরাট রকমের প্রভাব পরে।