সাজগোজ করে আয়নায় দেখতেন আগে বেরনোর সময় ঠোঁটের সাজটা ঠিকমতো হল কি না! এখন ঠোঁটের সাজ চাপা পড়েছে মাস্কের তলায় বেশ কিছুদিন হল। তাহলেও ব্যবহার কিন্তু কমেনি একদমই লিপস্টিকের । লিপস্টিক লাগাতে গিয়ে যে সমস্যায় পড়েন সকলেই, সেটা হল লিপস্টিক ঘেঁটে যাওয়া। লিপস্টিক ঠিক ভাবে লাগানোর মধ্যেই লিপস্টিক না-ঘাঁটার রহস্য লুকিয়ে আছে, !
লিপস্টিক কীভাবে লাগাবেন?
প্রথমে একটু পাউডার ঠোঁটে বুলিয়ে নিন। এতে লিপস্টিক তৈরি হবে লাগানোর বেস। তারপর ঠোঁটের বাইরে একটি রেখা বানিয়ে নিন লিপলাইনার বা ক্রেয়ন দিয়ে । এতে আশঙ্কা কমবে লিপস্টিক ঘাঁটার । এরপর লিপস্টিক লাগান প্রথমে নীচের ঠোঁটে ও তারপর উপরের ঠোঁটে । লিপস্টিক লাগানো হয়ে গেলে ঠোঁট গোল করে তর্জনীটা পুরে দিন তার মধ্যে । অতিরিক্ত লিপস্টিক, যা অনেক সময় দাঁতেও লেগে যায়, উঠে আসবে আঙুলে । এরপর লিপস্টিক লাগান আবারও প্রথমে নীচে ও উপরের ঠোঁটে । এতে আসল রঙটি আসবে লিপস্টিকের । এরপর অতিরিক্ত লিপস্টিক বার করে ফেলুন আবারও তর্জনী দিয়ে । একটি টিস্যু পেপার নিন তারপর । ঠোঁটদুটো ফাঁক করে অতিরিক্ত লিপস্টিক মুছে নিন তার মধ্যে টিস্যু পেপার দিয়ে । ব্যস, আর আশঙ্কা থাকবে না লিপস্টিক ঘাঁটার !