Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

লাগবে না বন্ধক , এই কারণটির জন্যে করোনা কালে ৫ লক্ষ টাকার ঋণ দিতে প্রস্তুত SBI

করোনার আতিমারিতে গত বছর থেকেই বিধ্বস্ত গোটা ভারত। করোনা দ্বিতীয় ঢেউয়ে আবারও দেশে ভয়াবহ রূপ নিয়েছে করোনা সংক্রমন। শুধু শারীরিক নয় অর্থনৈতিক সমস্যায় পড়েছেন বহু মানুষ। এমনকি করোনা হলে চিকিৎসা করতেও হিমশিম খাচ্ছেন সাধারন মানুষ।

sbi ready to give loan upto 5lakh in Covid treatment

এমন অতিমারীর সময়ে নিজের গ্রাহকদের পাশে দাঁড়াতে নতুন এক ঋণ প্রকল্প নিয়ে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ( State Bank of India)। এখন থেকে এই রাষ্ট্রীয় ব্যাঙ্কের গ্রাহকদের নিজের বা পরিবারের কারও করোনা চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোভিড পার্সোনাল লোন মিলবে এসবিআই (SBI) ব্যাঙ্কের তরফে। এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে দেশের অন্যতম প্রধান ব্যাঙ্ক এসবিআই। এসবিআই এই ঋণ প্রকল্পের নাম রেখেছে ‘কবচ পার্সোনাল লোন’।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে, এই ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে যিনি এই ঋণটি নেবেন, শুধু তিনিই নন, গ্রাহকের পুরো পরিবারই এই লোনের আওতায় থাকবে। অর্থাৎ গ্রাহক নিজের কিংবা নিজের পরিবারের কোনো সদস্যের করোনা সংক্রমনের চিকিৎসার জন্য এই ঋণ নিতে পারবে। তিনি এই ক্ষেত্রে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। আবেদনকারীকে এই ঋণ পেতে কোনও কিছু জমা বা বন্ধকও রাখতে হবে না। করোনা চিকিৎসায় দেওয়া এই ঋণে সুদের হার হবে বার্ষিক ৮.৫ শতাংশ।

শুধু যারা নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন তারাই নয়, করোনা পরবর্তী চিকিৎসার জন্যও টাকার দরকার হলে এই ঋণের জন্যে আবেদন করা যাবে। এই ঋণ প্রকল্পের মাধ্যমে টাকা নিলে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে সুদ-সহ ঋণ শোধ করতে হবে।

কারা পেতে পারে এই ঋণ? স্টেট ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, স্যালারিড এবং নন-স্যালারিড, দুজনেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এমনকী এই ঋণের সুবিধা উপলব্ধ আছে পেনশনভোগী ব্যক্তিদের জন্যও।

Related posts

অঘোরে ঘুমিয়ে থাকা শিশুকে বিছানা থেকে তুলে মেঝেতে সপাটে আছাড়, মহিলার কাজে চাঞ্চল্য

News Desk

ভারতের এই গ্রামে বিধবার পোশাকে কনে শ্বশুরবাড়ি যায়, এর পেছনের কারণ কী জানেন?

News Desk

ক্যানসার কে রুখতে কার্যকরী হবে এই ৪টি প্রতিরোধক ওষুধ! স্বাস্থ্য মন্ত্রণালয় জানালো নাম

News Desk