লাগাম টানা গিয়েছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যায়। উদ্বেগ বাড়িয়ে পর পর ২ দিন বেড়েছিল করোনা সংক্রমনের হার। নিন্মমুখী গ্রাফ ফের উপরের দিকে উঠেছিল কিছুটা। কিন্তু গত ২৪ ঘণ্টার হেলথ বুলেটিনে ফের সস্তি মিলল। এক লাফে অনেকটাই হ্রাস পেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Daily Covid Cases)। ভারতে গত ৫৮ দিনে সব চেয়ে কম হল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এক ধাক্কায় রোজকার সংক্রমন কমার ফলে কমেছে দেশের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যাও। কিন্তু চিন্তার কথা গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃতের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন মানুষ। ৫৮ দিন পর যা দেশের সর্বনিম্ন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন। এই নিয়ে ভারতে মোট করোনা কে জয় করেছেন ২ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার ৫৪৯ জন
যদিও উদ্বেগ রয়েছে দৈনিক মৃত্যু সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এদিন করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮০ জনের।
দৈনিক সংক্রমনে কিছুটা লাগাম পেতেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases)। একদিনে অ্যাক্টিভ রোগী কমেছে প্রায় ৮০ হাজারের কাছাকাছি। দেশে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮ জন। বেড়েছে সুস্থতার হারও। দেশে সুস্থতার হার (Recover Rate) বর্তমানে ৯৩.৪ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনার ভ্যাকসিন নিয়েছেন ২২ কোটি ৭৮ লক্ষ ৬০ হাজার ৩১৭ জন।