Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং স্বাস্থ্য

যৌন সঙ্গমের পর যে ৪টি কাজ করতে কখনো ভুলবেন না

যৌন সঙ্গম তো হল। সেই চরম সুখ প্রাপ্তির পরের কাজ গুলো করতেই ভুল করেন বেশিরভাগ মানুষ। বিছানায় শারীরিক মিলনের পরে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলেন তো আপনি? আর উত্তর যদি ‘না’ হয় তবে সমুহ বিপদ অপেক্ষা করছে আপনার জন্য। এর থেকে ভবিষ্যতে আপনার হতে পারে যৌনাঙ্গের রোগও। তাই সাবধান হোন আজই। আজ থেকেই সেক্স পরবর্তী এই ৪টি সাস্থ্য বিধি অক্ষরে অক্ষরে মেনে চলুন। এতে আখিরে লাভ আপনারই।

নারী-পুরুষের প্রেম হোক কি দাম্পত্য, সেক্সের আবির্ভাব স্বাভাবিক। সুন্দর ও তৃপ্তিদায়ক যৌন সম্পর্ক যেকোনো সম্পর্ক কে মজবুত করতে আর দীর্ঘস্থয়ী করতে সাহায্য করে। শুধু তাই নয় আপনার যৌন জীবন আপনার মধ্যে নিয়ে আসে কনফিডেন্স। কিন্তু এই শরীরের খেলায় মত্ত হওয়ার আগে আপনি সঠিক ভাবে তৈরি তো? জীবনের প্রথম সেক্স বা যৌন মিলনের আগে জেনে রাখুন গুরুত্বপূর্ণ এমন কয়েকটি ভুল যা শারীরিক মিলনের সময় অবশ্যই এড়িয়ে যাবেন। কন্ডোম না ব্যবহার করা: প্রথম বার সেক্স করার সময় অনেক প্রেমিক প্রেমিকাই কন্ডোম ব্যবহার করতে চান না। এই বিষয়ে যদি দুই জনেরই সম্মতি থাকে, এবং তার ফল কী কী হতে পারে সে বিষয়ে উভয়েই সচেতন থাকেন, তা হলে অসুবিধা নেই। কিন্তু তেমনটি না হলে কন্ডোম ব্যবহার অবশ্যই করবেন। সঙ্গীর মতামতকে এই বিষয়ে অবশ্যই গুরুত্ব দিন। সেক্স করতে জবরদস্তি: আপনি হয়তো শারীরিক সম্পর্ক তৈরি করতে আগ্রহী। কিন্তু আপনার সঙ্গী বা সঙ্গিনী এত তাড়াতাড়ি রাজি হচ্ছেন না। কিন্তু আপনার প্রতি ভালবাসা থেকে তিনি হয়তো জোর করে রাজি হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এই জোরাজুরির ফলে তাকে কিন্তু মারাত্মক মানসিক চাপের মধ্যে ফেলে দিতে পারেন। শুধু তাই নয়, সেক্স নিয়ে ভবিষ্যতে আতঙ্কও তৈরি হতে পারে ওঁর মনে। ফলে সঙ্গীকে সেক্সে লিপ্ত হতে একদম জোর করবেন না। সঙ্গীর কমফর্টের খেয়াল রাখুন: এটি মূলত ছেলেদের উদ্দেশ্যে বলা। প্রথম বার সেক্স করার সময় আপনার সঙ্গীর ভার্জিনিটি ভাঙ্গার সময় সে কিছু যন্ত্রণা অনুভব করতে পারে। সামান্য কিছু রক্তপাতও হবার সম্ভবনা থেকে যায়। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে আপনার সেক্স করবেন। সঠিক জায়গা খুঁজুন: প্রেমিক বা প্রেমিকা কে কাছে পেতে হলে নিরাপদ স্থানের প্রয়োজন। পার্কে-গাড়িতে-সিনেমা হলে শরীরী ঘনিষ্ঠতা অনেক সময় লোক লজ্জায় ফেলতে পারে। কিন্তু নিরাপদ স্থান খোঁজার দায়িত্ব শুধু প্রেমিকের নয়। মেয়েরাও এই ব্যাপারে উদ্যোগ নিন। পর্ন ছবির অনুকরণ করতে যাবেন না: অনেকেই প্রথম বার সেক্স করার আগে বিভিন্ন পর্ন সিনেমার ফ্যান্টাসি কে সত্যি মনে করেন। কিন্তু তা একেবারেই উচিত নয়। পর্ন ছবির কলাকুশলীদের মতো আচরণ সেক্সের সময় চেষ্টা না করাই ভালো। মনে রাখবেন, ওঁরা পেশাদার অভিনেতা। তাই ঝুঁকি না নেওয়াই উচিত হবে। উপরের বিষয়গুলি খেয়াল রাখলে আপনার প্রথম সেক্সের অভিজ্ঞতাও হবে সুন্দর। তাই ভয় না পেয়ে এগিয়ে যান।

১) সেক্স করার পর যৌনাঙ্গ ভালো করে ধুয়ে ফেলতে পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে, সাবান বা হ্যান্ড ওয়াশ জাতীয় অধিক ক্ষার যুক্ত জিনিস এক্ষেত্রে ব্যবহার করা চলবে না। আজকাল বাজারে এসেছে ইনটিমেট ওয়াশ। সেটাই নারী পুরুষ দু’জনে ব্যবহার করতে পারেন। চিকিৎসকেরা সাধারণত কম পি এইচ (ph) ভালুর ল্যাকটিক অ্যাসিডযুক্ত ভ্যাজাইনাল ওয়াশ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।

২)অবশ্যই বাথরুমে যান ইন্টারকোর্সের পর UTI বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে দূরে রাখতে। স্ত্রী-রোগ বিশেষজ্ঞদের মতে, পুরুষদের চেয়ে অনেক ছোট মেয়েদের মূত্রনালী (ইউরেথ্রা) । তাই বেশি থাকে UTI হওয়ার চান্সও। তবে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যাবে নারী, পুরুষ নির্বিশেষে যৌন সম্পর্কের পর প্রস্রাব বা মূত্রত্যাগ করলে।

৩) জল বেশি করে খান। শরীর তরতাজা থাকবে সেক্সের পর জল খেলে। অন্য দিকে সমস্ত ব্যাকটেরিয়া আর টক্সিনও শরীর থেকে বেরিয়ে যাবে প্রস্রাবের মধ্যে দিয়ে!

৪) খুব টাইট বা আটোসাটো পোশাক না পরাই ভালো যৌন সম্পর্কের পর। কেননা তাতে ব্যাক্টেরিয়া ও ছত্রাকের আরও বেশি থাকে সংক্রমণের সম্ভাবনা। বরং, এই সময় ব্যবহার করুন সুতির আন্ডারওয়্যার। আর চোখ বন্ধ করে এরিয়ে যেতে পারেন আন্ডারওয়্যার যদি আপনি ঘুমোতে যান ।

Related posts

দ্রুত নিজের উজ্জ্বলতা হারিয়ে ফেলছে নীল গ্রহ, কেন আস্তে আস্তে নিষ্প্রভ হচ্ছে আমাদের চেনা পৃথিবী?

News Desk

বিয়ের আসর থেকে পালাল বর, বিয়ের নেমন্তন্ন খেতে আসা যুবককে বিয়ে করে ফেলল কনে

News Desk

বিপজ্জনক এই হ্রদে গেলে মৃত্যু নিশ্চিত! কি কারণ খুঁজতে গিয়ে হতবাক বিজ্ঞানীরাও

News Desk