Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বাড়ছে টেট (TET) উত্তীর্ণদের বৈধতা, ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন করার ভাবনা

টিচার্স এলিজিবিলিটি টেস্টের বা টেটের (TET) বৈধতার সময়সীমা সাত বছর থেকে বাড়িয়ে আজীবনের জন্য করা হচ্ছে। এক বিবৃতি তে এমন সিদ্ধান্ত গ্রহণের কথাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

বিবৃতি দিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘টেট উত্তীর্ণ ব্যাক্তিদের শংসাপত্রের বৈধতার সময় ৭ বছর থেকে বাড়িয়ে আজীবনের জন্য করা হচ্ছে। ২০১১ সালের পর যারা টেট পাশ করেছে তারাই এই সুযোগ পাবে। ফলে ২০১১ সাল থেকে শুরু করে এখনও অবধি যাঁরা টেট পরীক্ষায় পাশ করেছেন, তাঁদের শংসাপত্র আজীবনের জন্য বৈধ হয়ে গেলো। যাঁরা টেট পাশ করার পর সাত বছর কেটে গিয়েছে, তাঁদের নতুন শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হবে টেট উত্তীর্ণ ব্যাক্তির সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত স্থানগুলির প্রশাসনকে।’

কেন্দ্রের এই নতুন ঘোষণার ফলে স্বাভাবিক ভাবেই খুশি চাকরিপ্রার্থীরা। টেট উত্তীর্ণ হওয়ার পরে যারা এই সাত বছরেও চাকরি পাননি, তাঁদের সামনে নতুন করে শিক্ষকতার সুযোগ আসতে পারে। টেট উত্তীর্ণ হওয়ার পর যেহেতু ৭ বছরে শিক্ষকতার চাকরি পেতে সমর্থ হন নি তাই বহু ব্যক্তিদের শংসাপত্রের বৈধতা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তাঁরা এবার নতুন করে আজীবন বৈধতার শংসাপত্র পাবেন। ফলে অন্যান্য টেট পরীক্ষা উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে তাঁরাও বিবেচিত হতে চলেছেন আগামী শিক্ষকতার পরীক্ষায়।

শিক্ষামন্ত্রী জানান, দেশের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে এই মেয়াদ বাড়ানোর পদক্ষেপ অত্যন্ত আশাবাঞ্জক হবে। যাঁরা শিক্ষকতাকেই পেশা হিসাবে গ্রহণ করতে চান, তাঁরা এবার নতুন করে সুযোগ পাবেন।

Related posts

কখনো দেখা হয়নি! সেই প্রেমিকাকেই গ্রাহকদের ৫.৭ কোটি টাকা পাঠিয়ে দিলেন ব্যাঙ্ক ম্যানেজার, তারপর

News Desk

প্রথম প্রাণ কেড়ে নিল করোনার ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট! ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণও

News Desk

আজ থেকে শুরু পিতৃপক্ষ! এই সময়ে ভুলেও করবেন না এই কাজগুলি, পড়তে পারে অশুভ প্রভাব

News Desk