Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বাজারে ৫০০ টাকার জাল নোটে ছড়াছড়ি, চেনার ৭টি উপায় জানালো RBI

মার্কেটে ছড়িয়ে পড়েছে ৫০০ টাকার জাল নোট। আর এই ব্যাপারে সতর্কতা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কি ভাবে চিনবেন এই জাল নোট, উপায় জানালো আরবিআই (RBI)।

২০১৬ সালে কালোবাজারি দুর করার উদ্দেশে নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নেই নোটবন্দির। এর পর বাজারে চলতি সমস্ত পুরানো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয় এবং বাজারে আসে নতুন ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট। বাতিল হয়ে যায় পুরানো ১০০০ টাকার নোট। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে এই নতুন ৫০০ টাকার নোটই বহু সংখ্যায় জাল হতে শুরু করেছে। এমনটাই জানাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু কিভাবে চিনবেন এই জাল নোট। রইলো উপায়।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে লেন দেন চলাকালীন সতর্ক থাকতে হবে। এছাড়াও খেয়াল রাখতে হবে কিছু বিষয়ের, জেনে নিন ৭টি বৈশিষ্ট্য।

১) আগের নোটের জায়গায় নতুন ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর অবস্থান কিছুটা পাল্টেছে। বর্তমানে নোটে মহাত্মা গান্ধীর ছবিটি অনেকটা মাঝামাঝি অবস্থানে আনা হয়েছে।

২) নতুন ৫০০টাকার নোটে দেবনাগরী ভাষায় লেখা থাকবে ৫০০।

৩) নোটের অপর পৃষ্ঠে থাকবে লালকেল্লার ছবি।

৪) নোটের অপর পৃষ্ঠের বাম দিকে থাকবে স্বচ্ছ ভারত লোগো।

৫) গ্যারান্টি ক্লজ, প্রতিশ্রুতি বয়ান, গভর্নরের স্বাক্ষর ও আরবিআই লোগো (RBI LOGO) ইত্যাদি নোটের মধ্যে গান্ধীজীর ছবি ডান দিকে থাকবে।

৬) আলোর সামনে ৫০০ টাকার নোটটি ধরলে নোটের ডান দিকে ৫০০ লেখার উপরে দেখা যাবে গান্ধীজীর ছবি।

৭) নোটের অশোক স্তম্ভের ছবির ঠিক উপরে ছোট একটি গোলাকার ঘরে লেখা থাকবে ৫০০।

Related posts

পরকীয়ার কারণে যুবক আত্মঘাতী! অভিযোগে মহিলাকে খুঁটিতে বেধে মার! পরিণতি মর্মান্তিক

News Desk

চোখের জল থেকে করোনা সংক্রমণ , চাঞ্চল্যকর মন্তব্য গবেষকদের

News Desk

সোনার ছেলের স্বপ্ন পূরণ! মা-বাবাকে নিয়ে প্রথমবার বিমানে উঠলেন নীরজ! লিখলেন নিজের মনের কথা

News Desk