দেশ জুড়ে চিকিৎসকরা সাবধানবাণী জারি করেছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে। কবে আছড়ে পড়বে এই ঢেউ তা নিয়ে নিশ্চিত কিছু না জানা গেলেও সাস্থ্য পরিকাঠামো কে আরও মজবুত করতে লেগে পড়েছে দেশ।
কিন্তু সস্তির খবর এই যে দেশে ক্রমশই নিন্মমুখী করোনার দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ। কেন্দ্রের প্রকাশিত সাস্থ্য বুলেটিন অনুযায়ী গত ৫৪ দিনে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তের নিরিখে সবচেয়ে কম সংক্রমিতের সংখ্যা দেখা গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে (Covid New case) হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন মানুষ। আর গত ২৪ ঘন্টায় কোভিড কে জয় করেছেন ২ লাখ ৫৫ হাজার ২৮৭ জন মানুষ। দৈনিক সুস্থতার পরিমাণ আক্রান্তের চেয়ে বেশি হওয়ার জন্য ক্রমাগত কমছে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জনে।
গত বেশ কিছুদিন ধরে আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তায় রাখছিল দৈনিক মৃত্যুর সংখ্যা। কোভিডে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিলেন বহু মানুষ। কিন্তু গত ২৪ ঘণ্টার হেলথ বুলেটিন সেই ব্যাপারেও আশা জাগাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত মানুষের সংখ্যাও অনেকটা কমে গিয়েছে। রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় করোনার হানায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জন মানুষের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়ালো ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনে। মোট আক্রান্তের নিরিখে দেশে করোনা পজিটিভ হয়েছেন এখনো অবধি ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৬২৯ জন। আর অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জন।
তৃতীয় ঢেউয়ের হানার আগেই তৈরী থাকতে ভারতে জোর কদমে চলছে টিকা দেয়ার আয়োজন। এখনও অবধি ভারতে মোট টিকা নিয়েছেন ২১ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৮ জন।