Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

পরকীয়া সম্পর্কে জড়িত স্ত্রী, পিজ্জা কোম্পানির নামে প্রেমিকের নম্বর সেভ রাখলেও ধরে ফেললেন স্বামী

মনে করেছিলেন তার স্ত্রী পিজজা খেতে ভালোবাসেন আর তাই একই দোকান থেকে পিজ্জা অর্ডার করেন বারবার । কিন্তু এই পিজ্জা আনার পিছনেই কবে যে সংসারে ভাঙ্গন ধরেছে তা টের পাননি এক ব্যক্তি । কিন্তু একদিন তিনি বুঝতে পারেন এই পিজ্জা নামে সেভ করা নম্বরের ব্যক্তির সাথে তার স্ত্রীর প্রেমালাপ চলছে বেশ অনেকদিন ধরেই !

সোশ্যাল মিডিয়া সাইট রেডিটে সম্পূর্ণ ঘটনা তুলে ধরেছিলেন ওই ব্যক্তি । তাঁর অভিযোগ, ওই মহিলার সঙ্গে প্রায় বছর ছয়েকের বিবাহিত জীবন তাঁর। কিন্তু তিনি শেষ কয়েক মাস ধরেই খেয়াল করেন, স্ত্রী অধিকাংশ সময়ই বাইরে থাকছেন। সর্ব ক্ষণ ব্যস্ত থাকছেন মোবাইলে বাড়িতে থাকলেও। কোনভাবেই তার স্ত্রীকে সন্দেহ করেননি তিনি ।

কিন্তু এই অবস্থার বদল হয় ১০ আগস্ট। ওই ব্যক্তি জানিয়েছেন তিনি সকালবেলা এক দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছেন। সে স্বপ্ন এতটাই ভয়ানক ছিল যে তিনি আর ঘুমাতে পারেন নি।তিনি স্বপ্নে দেখেন, তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। ঘুম ভেঙে উঠার তিনি দেখেন তার স্ত্রী স্নানে গিয়েছেন। আর সে সময়ে আর নিজের মধ্যে কৌতুহল চেপে রাখতে না পেরে সরাসরি তার স্ত্রীর ফোন খুলে দেখতে থাকেন। আর মোবাইল খুলেই তিনি অবাক, দেখছেন পিজ্জা হাট নামে সেভ করা যে নাম্বারটি রয়েছে তার মোবাইলে, সেই নম্বরে গত ছয় মাস ধরে প্রেমালাপ করছেন তার স্ত্রী । এমনকি, নিজের গোপন ছবিও ওই নম্বরে পাঠিয়েছেন স্ত্রী। সেই সব আলাপচারিতার স্ক্রিনশটও প্রকাশ করেছেন ওই ব্যক্তি নিজের বয়ানের সপক্ষে।

Related posts

ভ্যাকসিনেশনের পদ্ধতি আরও সরল করতে রাজ্যে চালু নতুন অ্যাপ

News Desk

বেলাগাম ভাবে ছড়িয়েছেন করোনা, ৫ বছরের জেল হাজতবাসের দৃষ্টান্তমূলক শাস্তি পেলেন যুবক!

News Desk

দরিদ্র দৃষ্টিশক্তিহীন এই ব্যাক্তি আজ কোটি টাকার কোম্পানির মালিক, কোম্পানির সব কর্মচারীও অন্ধ

News Desk