Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্বামী বিবাহিত, সন্তানের জন্য বিয়ে দিয়েছেন প্রথম স্ত্রী! বিয়ের পর জানতে পেরে যা করলেন দ্বিতীয় স্ত্রী

আগ্রায় ঘটে গেল এক চাঞ্চল্যকর বিয়ের ঘটনা। স্বামীর কোন সন্তান ছিল না, তাই বংশ রক্ষার জন্য স্ত্রী তার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে দিলেন। এদিকে স্বামীর আগের বিয়ের কথা কিছুই জানতেন না দ্বিতীয় স্ত্রী। স্বামী যে বিবাহিত, দ্বিতীয় স্ত্রী বিয়ের পর বিষয়টি জানতে পারেন। দ্বিতীয় বিয়ের বিষয়টি জানাজানি হলে সে ক্রুদ্ধ হয়। প্রতারণার শিকার ওই নারী তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন।

উত্তরপ্রদেশের আগ্রায় ঘটেছে এই ঘটনা।হাতরাসের বাসিন্দা রীনার বিয়ে হয়েছিল গত ৪ঠা জুলাই, ২০২২-এ বারাউলি আহির এলাকার বাসিন্দা অঙ্কুরের সাথে। রীনা বিয়ের পর শ্বশুর বাড়িতে পৌঁছে জানতে পারলেন যে স্বামী ইতিমধ্যে বিবাহিত। প্রথম স্ত্রীর কোনো সন্তান না থাকায় প্রথম স্ত্রী স্বামীকে দ্বিতীয় বিয়ে দিয়েছেন।

ভুক্তভোগী মহিলার অভিযোগ, স্বামীর প্রথম স্ত্রীর পুলিশ বিভাগে কর্মরত আত্মীয়রা এখন তাকে হুমকি দিচ্ছে। তারা তাকে একটি সন্তান জন্মের জন্য ১০ লাখ টাকা দিতে প্রস্তুত। তাদের বক্তব্য সন্তান জন্মের পর তোমার স্বামী অঙ্কুরকে ডিভোর্স দিয়ে দেবে। বিনিময়ে আমরা তোমাকে ১০ লাখ টাকা দেব, তুমি তোমার দ্বিতীয় বিয়ে করো তখন, সমস্যা হবে না।

মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দ্বিতীয় স্ত্রী ক্যামেরার সামনে উপস্থিত হয়ে তার সকল অভিজ্ঞতার কথা বলতে প্রস্তুত। তিনি ফোনে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার শ্বশুর বাড়িতে স্বামীর আগের পক্ষে স্ত্রীর আত্মীয়দের তরফে তাকে চুক্তি করার জন্য জোর দেওয়ার কথা। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

কেজি কেজি গোবর চুরি! এমন আজব চুরির পেছনে কি রহস্য? চাঞ্চল্য গ্রামে

News Desk

আফানিস্তানে কায়েম তালিবান শাসন! স্বাধীনতা হারিয়ে আবার অন্ধকার ফতোয়া-যুগে আফগান মেয়েরা

News Desk

জামাকাপড় পড়তে চান না ৩ সন্তানের মা! পরিবর্তে কিভাবে শরীর ঢাকেন শুনলে চমকে যাবেন

News Desk