Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বীর্য আর মহিলাদের স্তনের তৈরী গয়না! অলঙ্কার শিল্পীর কীর্তিতে হতবাক সকলে

কানাডার বাসিন্দা এক অলঙ্কারশিল্পী গয়না বানাতে পারেন পুরুষের বীর্য এবং স্ত্রীয়ের স্তন্য দিয়ে! কি ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় এই ধরণের গয়না বানাতে।

অনেকেই সাজ পোশাকের দিক থেকে একটু শৌখীন। বিশেষ করে গয়নার ব্যাপারে একটু বেশি শৌখীনতার ছাপ রাখতে চায় অনেকেই। এই ব্যাপারে কানাডার বাসিন্দা দাবী করলেন যে তিনি স্তণ্য এবং বীর্য দিয়ে গয়না তৈরী করে দেন!

কানাডার ওই গয়না তৈরির শিল্পীর নাম, আমান্ডা বুথ। ২০২১ সালে টিকটকে এক নেটাগরিক আমান্ডাকে জিজ্ঞাসা করেন, যে তিনি কখনও পুরুষদের বীর্য থেকে গয়না বানানোর কথা ভেবেছেন কি না, বলে জানিয়েছেন আমান্ডা। এখানেই শেষ নয় তিনি ও তাঁর স্বামী এরপরই এই গয়না তৈরি শুরু করেন তিনি। ওই সংস্থার নাম রেখেছেন, ‘জে-জাই জুয়েলারি।’ শিল্পীর দাবি, তাঁদের এমন গয়না বানানো প্রথমে মজার ছলে শুরু করলেও এই কথা প্রকাশ পেতেই শয়ে শয়ে বরাত আসতে শুরু করে। তার পর তাঁরা পেশাগত ভাবে এই গয়না তৈরির সিদ্ধান্ত নেন। পরে শুধু বীর্য নয়, একই ধরনের গয়না বানান মাতৃদুগ্ধ থেকে।

আমান্ডা নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন, যতই ভাল লাগুক দেহ তরল থেকে তৈরি কানের দুল কিংবা নেকলেস, এমন গয়না তৈরির পদ্ধতি মোটেই সহজ নয়। বিশেষ করে যখন কোনও ব্যক্তি বীর্য থেকে গয়না তৈরির জন্য নমুনা পাঠান, তখন তীব্র গন্ধ পাওয়া যায় তা থেকে বলে দাবি বুথের। সেই নমুনা শুকিয়ে গুঁড়ো করা হয় প্রক্রিয়াকরণের মাধ্যমে। তার পর বানানো হয় হাতের বালা, কানের দুল ও গলার হার সেই গুঁড়ো ব্যবহার করেই।

Related posts

ঘরে ও কে ঢুকেছে? রাত্রিবেলা বউমার দরজায় নজর পড়তেই হতবাক শ্বশুরমশাই

News Desk

২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ৪,৫২৯ জনের, দৈনিক মৃত্যুতে আবারও রেকর্ড ভারতে

News Desk

প্রায় হাজার লোকের সামনে হবু সন্তানের লিঙ্গ উদযাপনের সময় মুখ পুড়লো বাবা মার! জানুন পুরো ঘটনা

News Desk