Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রেমিকে আসলে তার কে? ডিএনএ পরীক্ষা করিয়ে পায়ের তলার মাটি সরে গেল তরুণীর

সম্পর্ক থাকলে সেখানে ঝগড়া, মনোমালিন্য হবেই এটা খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু যদি বেশ অনেক দিন সম্পর্কে থাকার পর জানতে পারলেন যার সাথে আপানি সম্পর্কে এগোচ্ছেন সে আসলে আপনার ভাই তাহলে কেমন লাগবে, কোনও কথা বলতে পারবেন না! এমনটা অসম্ভব মনে হলেও সম্ভব হয়েছে।

বেশ কদিন আগেই এক মহিলা এমন একটি কথা তার টিকটক প্রোফাইলে শেয়ার করেছেন। ওই মহিলা তার একটি পোস্টে জানান, তাঁর সামনে এই সত্যটি আসে যখন তিনি ডিএনএ পরীক্ষা করান তাঁর সঙ্গীর। মহিলা ওই পোস্টে লিখেছেন , ‘ এক জন দত্তক নিয়েছিলেন আমার সঙ্গীকে। আর আমি ওঁর সঙ্গে সম্পর্কে জড়াই সে কারণেই।’

সেখানে যদিও তিনি আরও লেখেন, ‘আমি খুবই ভালো ছিলাম ওঁর সঙ্গে। আমি এত আকৃষ্ট বোধ করিনি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে। আমাকে আর কেউ ওঁর মতো করে বোঝে না।’

কিন্তু যখন তারা নিজেদের বংশধর দের খুঁজে ডি এন এ টেস্ট করলো তাদের দুনিয়া উল্টে পাল্টে গেলো।

ওই মহিলা সেখানে আরও লেখেন যে, ‘ডি এন এ পরীক্ষার রিপোর্ট হাতে পেতেই চমকে উঠেছি আমি, কিছুতেই মানতে পারছিলাম না যে আমি আমার ভাইয়ের সাথে সম্পর্কে ছিলাম। আমি সবটা গোপন করেছি ওঁর কাছ থেকে। অনেকেই আমার মজা উড়িয়ে বলতেন, আমাকে আমার প্রেমিকের মতো নাকি দেখতে! তখন হেসে উড়িয়ে দিয়েছি কিন্তু এখন বুঝতে পারছি। কিন্তু এখন আমি কি যে করবো কিছুই বুঝতে পারছিনা, খুব ভালোবেসে ফেলেছি ওকে, কিছুতেই হারাতে চাই না। আমি আশা করছি, যেন এই পরীক্ষার ফল ভুল হয়। আমি জীবনসঙ্গী হিসাবেই ওঁকে পেতে চাই। প্রয়োজনে আবারও আমি পরীক্ষা করাব।’

Related posts

তাঁর স্পার্ম চুরি করে নিয়ে মা হয়েছে প্রাক্তন প্রেমিকা! পুলিশের কাছে অভিযোগ প্রৌঢ় ব্যবসায়ীর

News Desk

জাপানে আতঙ্ক ! মহিলাদের মুখে ‘হাসি’ দেখলেই ছুরি চালাচ্ছে এই যুবক

News Desk

পেনশনভোগীরা ব্যাঙ্কে না গিয়েও বাড়ি থেকেই জমা দিতে পারেন লাইফ সার্টিফিকেট! জেনে নিন কিভাবে

News Desk