Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্বামীর সুখের জন্য সেবিকার বিজ্ঞাপন দিল স্ত্রী, এতে কমবে দাম্পত্য কলহ

দাম্পত্য কলহ যেকোনো বিবাহিত যুগলের মধ্যে হয়েই থাকে। কিন্তু সেই অশান্তি কমাতে স্বামীর জন্য রীতিমতো সুন্দরী এবং শিক্ষিতা সেবিকা ভাড়া করলেন স্ত্রী। তাদের গ্যারান্টিও দিলেন যে আর অশান্তি হবে না।

বছর ৪৪ এর পত্থিমা চমনন ব্যাঙ্ককের বাসিন্দা। বহুবছর হল তার এবং তার স্বামীর মধ্যে সম্পর্ক ঠিক নেই, তারা বর্তমানে আলাদা বিছানায় ঘুমান বলে তিনি জানিয়েছেন। বিভিন্ন কারণে তাদের মধ্যে অশান্তি হত । এরপর তিনি তার স্বামীর জন্য সুন্দরী শিক্ষিতা সেবিকা চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই সেবিকার মাস গেলে বেতন ৩৩,৮০০ টাকা। যোগ্যতা হিসেবে ন্যূনতম কলেজ পাশের শংসাপত্র থাকতে হবে। একটি ভিডিয়ো করে তিনি জানান, ‘‘ তিন জন সেবিকা রাখতে চাই স্বামীর জন্য। তাঁরা ৩৩,৮০০ টাকা করে মাসে বেতন পাবেন। খাবার-দাবারেরও সম্পূর্ণ বন্দোবস্ত আছে।’’ তবে চমননকে অফিসের কাজে সাহায্য করতে দু’জন সেবিকা থাকবেন এবং অন্য জন কেবল দেখভাল করবেন তাঁর স্বামীর। ভিডিয়োবার্তার শেষে তাঁর সংযোজন, ‘‘ প্রচুর পরিশ্রম করেছেন আমার স্বামী। বেশিরভাগ সময় একাই কাজ করেছেন। আমি তাকে এখন সুখী দেখতে চাই।’’

বেশ কিছু শর্তও জানিয়ে রেখেছেন মহিলা এই কাজে আগ্রহীদের জন্য । জানিয়েছেন, কোনও সন্তান থাকা চলবে না এই চাকরিতে ইচ্ছুকদের। তাঁদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খুব ভাল কথাবার্তা বলতে জানতে হবে। অবশ্যই তার স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। কেন এমন বিজ্ঞাপন স্বামীর জন্য ? মহিলা বলেছেন, দীর্ঘ দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছেন। স্বামীকে সময় দিতে পারেন না নিজের অসুখের জন্য। এই সিদ্ধান্ত স্বামীকে ভাল রাখতেই নিয়েছেন । এবং তিনি এও বিশ্বাস করেন তাঁদের দাম্পত্য কলহ এতে কমবে।

অন্য দিকে, সমাজ মাধ্যমে স্ত্রীর এমন বিজ্ঞাপনে রীতিমতো অবাক হয়েছেন স্বামী। তাঁর কথায়, ‘‘পরে স্ত্রীর কাছে জানতে পারি ও এমন এক জনকে খুঁজছে যিনি আমার খেয়াল রাখবেন। পরিবারের সদস্যের মতো থাকবেন এবং আমাদের সংস্থায় কাজও করবেন।’’ তাঁর সংযুক্তি, ‘‘ ‘সেবিকা’ রাখার কথা কখনও ভাবিনি নিজের জন্য। এখন স্ত্রী যখন রাখতে চাইছে, আমি না-ও করিনি।’’

Related posts

বরের বয়স ৭০ আর কনের ৩০! নিন্দুকের মুখে ছাই দিয়ে প্রেম করে বিয়ে করলেন দুজনে

News Desk

পুজোয় হাতে কার নামে শাঁখা পলা? সিঁথিতে কেন নেই সিঁদুর! নেটিজনদের প্রশ্ন নুসরাতকে

News Desk

কাঠের ‘হাতুড়ি’ কে বর সাজিয়ে বার হয় বরযাত্রীরা! ‘হাথোরা বারাত’ ঘিরে কৌতুহল নেটিজেনদের

News Desk