Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ব্রেক আপ! রেগে গিয়ে প্রাক্তনের মেয়ের স্কুলের সাইটে ‘আপত্তিকর’ ছবি আপলোড করলেন মহিলা

জড়িয়েছিলেন পরকীয়ায়। সেই সম্পর্ক ভেঙে যায়। প্রাক্তনকে হেনস্থা করতে তাঁর ১৪ বছরের মেয়ের স্কুলের ওয়েবসাইটে ‘আপত্তিকর’ ছবি দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। মুম্বইয়ের মালাবার হিল এলাকার ঘটনা। এফআইআর দায়ের হতেই আগাম জামিন চেয়ে আদালতে যান বছর ৪২-এর ওই মহিলা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে মুম্বইয়ের একটি আদালত।

অভিযোগকারীর দাবি, দক্ষিণ মুম্বাইয়ের একটি জিমে ওই মহিলার সঙ্গে আলাপ হয় তাঁর। সঙ্গী যে বিবাহিত, সে কথা আগে থেকেই জানতেন মহিলা। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ার পর ওই মহিলাকে বেশ কিছু হিরের গয়না উপহারও দেন তিনি। কিছু দিন সম্পর্কে থাকার পর অভিযুক্ত মহিলা তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন বলে দাবি অভিযোগকারীর। কিন্তু আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদে রাজি হননি সেই ব্যক্তি। তার পর থেকেই দু’জনের সম্পর্কের অবনতি হয় বলে দাবি তাঁর। অভিযুক্ত মহিলার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেন তিনি। এর প্রতিশোধ নিতে তাঁর আপত্তিকর ছবি কন্যার স্কুলের ওয়েবসাইটে আপলোড করে দেন ওই মহিলা। এমনই অভিযোগ।

অভিযুক্ত মহিলার আগাম জামিনের আর্জি খারিজ করে আদালত জানিয়েছে, তাঁদের দু’জনের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে তাঁরা যত ইচ্ছা ঝগড়া করতে পারেন। কিন্তু সেই ঝগড়ার জন্য এক নাবালিকার জীবনে সমস্যা ডেকে আনার কোনও অধিকার কারও নেই। এ ধরনের কাজে অভিযুক্তের কন্যার জীবনে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে মত আদালতের।

Related posts

আবারও দেশে করোনায় মৃতের সংখ্যা হাজার পার! কতোটা ভয়াবহ দেশের করোনা পরিস্থিতি?

News Desk

ওমিক্রণ কি অতিমারীর ‘শেষের শুরু’? শক্তি হারাচ্ছে করোনা? কি বলছে সমীক্ষা?

News Desk

তিনবার অস্ত্রোপচারের ফল, চেন্নাইয়ের এক ব্যাক্তির দেহে মিলল পাঁচটি কিডনি!

News Desk