Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

জলের বোতল ভরতে গিয়েই লুটিয়ে পড়লো ছাত্রী! সকলের চোখের সামনেই যা ঘটে গেল..

বিদ্যুৎপৃষ্ঠ হলে এক ছাত্রী তার স্কুলের মধ্যে । ফুলে থাকা ওয়াটার পিউরিফায়ার থেকে জল ভরতে গিয়েছিল ওই ছাত্রী। বোতলে জল ভরার সময়ই বিদ্যুৎপৃষ্ট হয়ে সে। চতুর্থ শ্রেণীর ছাত্রীর এখন গুরুতর অবস্থা। হাওড়া জেলার বাঁকড়া মিশ্র পাড়া এলাকার ঘটনা। বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে অসুস্থ অবস্থায় ওই ছাত্রী ভর্তি রয়েছে । কিভাবে ঘটে গেলে এরকম ঘটনা সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার চতুর্থ শ্রেণির ছাত্রী আরফিন পারভিন নির্দিষ্ট সময়ে হাওড়ার বাঁকড়ার মিশ্রপাড়া শিক্ষাকেন্দ্রে পৌঁছয়। তাড়াহুড়ো করে ফাঁকা বোতল নিয়ে স্কুলে চলে আসে বছর নয়েকের ওই স্কুলছাত্রী। বোতলে জল ভরতে গিয়েছিল সে স্কুলের ওয়াটার পিউরিফায়ার থেকে। সে সময় বেলা বারোটা বাজে। গোটা শরীরে বিদ্যুৎ খেলে যায় আরফিনের ওয়াটার পিউরিফায়ারে হাত দেওয়া মাত্রই। বিদ্যুৎপৃষ্ট হয়ে জোরালো ধাক্কায় শিক্ষা পড়ে যায় আরফিন। ওই ছাত্রী মাটিতে পড়ে কাঁপতে শুরু করে।

স্কুলের অন্যান্য পড়ুয়াদের থেকে ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা খবর পান। ঘটনাস্থলে সমস্ত শিক্ষক-শিক্ষিকা দৌড়ে আসেন দৌড়ে আসেন তাঁরা। শিশুটিকে ওই জায়গা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে শিশুর। খুবই আশঙ্কাজনক অবস্থা তাঁর এখন । ফুলের ওয়াটার পিউরিফায়ার থেকে বিদ্যুৎপৃষ্ঠ কিভাবে হল ঐ শিশুটি সে ব্যাপারে তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ।

Related posts

পুরো বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে করোনা ভাইরাস , জেনে নিন করোনা ভাইরাস এই নাম কিভাবে এলো?

News Desk

ইউটিউব দেখে সেক্স পরিবর্তন অপারেশনের চেষ্টা! মর্মান্তিক পরিণতির শিকার যুবক

News Desk

জন্মদিনের জন্য বাংলো বুক করেছিল বাবা মা, তারই সুইমিং পুলে ২ বছরের শিশুর মর্মান্তিক পরিণতি

News Desk