বিধানসভা ভোটের আগে একের পর এক নেতা তৃনমূল ছেড়ে যোগ দিয়েছিল বিজেপি তে। ফলে ২০২১ এর নির্বাচনের আগে যথেষ্ট ভারী ছিল গেরুয়া শিবিরের পাল্লা। তবে ভোটের ফলাফল সামনে আসতেই দেখা যায় মানুষ ভোটের আগ দিয়ে যারা দল ত্যাগ করেছেন সেই সমস্ত দল বদলুদের প্রত্যাখ্যান করেছেন। আর সেই ফলাফল সামনে আসতেই বহু দলবদল করা নেতা ফিরে আসতে চাইছেন একে একে।
শুক্রবার এক খোলা চিঠির মাধ্যমে সোনালি গুহর (Sonali Guha) মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলে ফিরিয়ে নেবার কাতর আবেদন জানিয়েছিলেন। যেখানে তিনি কার্যত লিখেছিলেন যে তার দল বদলের সিদ্ধান্ত অনেক বড় ভুল। এবার একি সুর সরলা মূর্মুর গলায়। শনিবার তৃণমূলের ফেরার জন্যে কাতর ভাবে আবেদন জানালেন সরলা মুর্মু (Sarala Murmu)। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নিয়ে আক্ষেপ প্রকাশ করে ফের তৃণমূলে (TMC) ফেরার ইচ্ছা প্রকাশ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন মালদার প্রাক্তন তৃনমূলের নেত্রী।
হবিবপুর থেকে বিধানসভায় তৃণমূল প্রার্থী হয়েছিলেন সরলা। কিন্তু টিকিট পাওয়ার পর তার কেন্দ্র পছন্দ না হওয়ায় দলত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন সরলা। অবশ্য বিজেপিতে যোগ দিলেও সেই ভাবে সক্রিয় হওয়ার সময় হয়ে ওঠে নি সরলার।
যদিও তৃনমূলের তরফে জানানো হয়েছে, সরলা মুর্মুর কাছ থেকে দলে ফেরার কোনো আবেদন পাওয়া যায়নি। কিন্তু সাংবাদিকদের সামনা সামনি হয়ে সরলা মুর্মু জানিয়েছেন, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। ফের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করতে চান। ভোটের ফলপ্রকাশের পর দলবদলকারীদের সমন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ফিরতে চাইলে স্বাগত। দলনেত্রীর সেই ডাকেই সাড়া দিয়েই সরলার এই আবেদন বলে মন্তব্য করেছেন সরলা।
সরলা মুর্মু জানান, “বিজেপিতে যাওয়া আমার ভুল হয়ে গেছে। সেটা বুঝতে পারছি। ভোটপর্ব চলার সময়ই এই কথাটা বুঝতে পেরেছি। মমতা বন্দ্য়োপাধ্যায় আবার আমাকে গ্রহণ করলে ওঁনার সঙ্গেই থাকব, ওঁনার সঙ্গেই কাজ করব।”