Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আবারও ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ৪ হাজারের উপরে, দৈনিক সংক্রমনে কিছুটা লাগাম

দেশের করোনাপরিস্থিতি এখনও বেলাগাম। আবারও ৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা তে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আবারও ৪ হাজারের বেশি মানুষ মারা গেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের। তবে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে সামান্য কিছুটা কম। করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পেলেও চিন্তায় রাখছে দৈনিক মৃতের সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন মানুষ। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোভিড থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ৬৩০ জন। এই নিয়ে এই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে। এখনও অবধি করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ২ কোটি ৩০ লক্ষ ৭০ হাজার ৩৬৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এই নিয়ে হলো ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অ্যাক্টিভ সংখ্যা ২৯ লাখ ২৩ হাজার ৪০০। বেশ কিছু দিন ধরে দৈনিক সুস্থতার সংখ্যা, দৈনিক আক্রান্তের সংখ্যা থেকে বেশি হওয়ায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমলেও, বেশ কয়েক দিন ধরে দেখা যাচ্ছে ৪ হাজারের গণ্ডি পার করেই চলেছে দৈনিক মৃতের সংখ্যা। এত দিন ধরে লক্ষ্ লক্ষ মানুষ কোভিডের সাথে যুঝছে, তাই বাড়ছে দৈনিক মৃতের সংখ্যা। কেনোনা করোনার সঙ্গে তাদের শরীর যুঝতে পারছেন না। সংক্রমিত হচ্ছে ফুসফুস। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে ভ্যাকসিন পেয়ে গিয়েছেন ১৯ কোটি ৩৩ লক্ষ ৭২ হাজার ৮১৯ জন। দেশের বেশিরভাগ রাজ্যে লকডাউন ও ভ্যাকসিনেশন কর্মসূচি বেশ কিছুটা এগিয়ে যাওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা কমছে। তবে এরই মধ্যে চিন্তা বাড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। এর জন্যও মৃত্য ঘটছে বহু মানুষের।  রাজ্যেও ধরা পড়েছে ব্ল্যাক ফাঙ্গাস।

Related posts

বিয়ে মানেই গায়ে হলুদের অনুষ্ঠান! কিন্তু কেন গায়ে হলুদ দেওয়ার প্রথা রয়েছে তা জানেন?

News Desk

মা হওয়ার পর মোটা হয়ে গেছেন? জানুন ঠিক কি কারণে এরম হলো

News Desk

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর! ১৮ মাসের বকেয়া অর্থ নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা

News Desk