Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আবারও দেবের মানবিক পদক্ষেপ: ঘাটালের করোনা আক্রান্তদের নিখরচায় খাবার পৌঁছানোর দায়িত্ত্ব নিলেন

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা থেকে নির্বাচনে বিজয় পেয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন তিনি। কিন্তু কখনোই তিনি নিজের দায়িত্ত্ব বিচ্যুত হন নি। এমনকি করোনা পরিস্থিতিতেও না। গত বছর করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এই বছরও ঘাটালের করোনা আক্রান্ত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালেন দেব। যারা আক্রান্ত তাদের বাড়ির দরজায় খাবার যাতে পৌঁছে যায় সেই দায়িত্ব নিলেন তিনি।

পাইরেসি সাইটে লিক হয়ে গেছে 'রাধে', ' টাকা দিয়ে না দেখলে ব্যবস্থা নেওয়া হবে': সালমান

অবশ্য দেব, করোনা পরিস্থিতিতে এর পূর্বেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি টলি টেলস এবং সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সাথে হাত মিলিয়েছেন অভিনেতা। এই খন থেকেই নিখরচায় খাবার পাঠানো হচ্ছে করোনা আক্রান্তদের। কোন স্থান থেকে মিলবে খাবার সেই ঠিকানাও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দিয়েছিলেন দেব। আপাতত প্রতিদিন ৫০ জনের খাবারের ব্যাবস্থা করা হয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

আজ তিনি আবারও নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ঘাটাল লোকসভার অন্তর্গত যেসকল ব্যাক্তি করোনা আক্রান্ত, তাঁদের বাসস্থানে খাদ্য পৌঁছে দেওয়া হবে। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন।’ এই সোশ্যাল মিডিয়া পোষ্টেই তিনি ৪টি ফোন নম্বর শেয়ার করেছেন। লেখেন, ওই নম্বর গুলির মধ্যে যেকোনো একটি টে ফোন করে উপযুক্ত প্রমাণ সহ আবেদন করলেই করোনা আক্রান্ত ব্যাক্তির বাড়িতে খাবার পৌঁছে যাবে। সাথে সাথেই এও উল্লেখিত রয়েছে, খাবার পাওয়ার জন্য করোনা রিপোর্ট পজিটিভ হওয়া দরকারী। সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য সমেত আজ এই পোস্টটি শেয়ার করেছেন অভিনেতা। তাঁর এই পদক্ষেপে প্রশংসা পঞ্চমুখ প্রত্যেকেই।

সদ্য সমাপ্ত হওয়া করোনা নির্বাচনে রাজ্যের শাসকদলের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে দেবকে। কিন্তু সেই প্রচারেও নিজের দলের কথা ছাড়াও বার বার তাঁর মুখে উঠে এসেছে করোনা থেকে সুরক্ষার কথা। জনসভায় গিয়ে দেব বহু বার মাস্ক পরতে বলে সতর্ক করেছেন, দর্শকদের। নির্বাচনের শেষেও নিজের দায়িত্ত্ব বিচ্যুত হন নি তিনি, মত নেটিজন দের।

Related posts

শরীরে করোনার লক্ষণ কিন্তু তাও রিপোর্ট নেগেটিভ, ফেলে না রেখে সাথে সাথে এই কাজটি করুন।

News Desk

সুস্থতার সাথে বাড়ছে স্বস্তি, কমছে করোনার দৈনিক সংক্রমণ

News Desk

‘নগ্ন ছবি পাঠান, না হলে বাড়ি পুড়িয়ে দেব..’, প্রতিবেশী মহিলাকে চিঠিতে লিখলেন ব্যক্তি

News Desk