Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

স্বপ্নদোষ বা নৈশকালীন নির্গমন আসলে কি? কেমন হয় সেই অভিজ্ঞতা

শুধু যে চরমসুখের স্বপ্ন দেখে তা নয় কিন্তু স্বপ্নে মানুষ আবার নানা যৌন ক্রিয়াকলাপের সাক্ষীও হয়। মানে স্পষ্ট করে বলতে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মানুষ যৌনতা বা যৌনসঙ্গম নিয়ে । মনোবিদরা বলেন অনেক সময় স্বপ্নে সেটাই দেখা দেয় যা অবচেতন মনে মানুষ যা ভাবে বা চায় । অনেকটা তাই হয় যৌনতার ক্ষেত্রেও । মানুষ আসলে স্বপ্নের আকারে সেগুলি দেখা দেয় যেরকম যৌনজীবন চায় সে রকম জীবন না পেলে। আর এটা কোনও অসুখ নয়।
যদিও অতিরিক্ত কোনও কিছুই ভালো নয়।

স্বপ্নদোষ বা নৈশকালীন নির্গমন আসলে কি? কেমন হয় সেই অভিজ্ঞতা

তা স্বপ্নে সাধারণ কী দেখতে পান কামুকরা?

মনোবিদদের দাবি একেক রকম স্বপ্ন দেখেন একেকজন । তবে কিছু স্বপ্ন আছে সেগুলি সাধারণ। এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সেগুলি জড়িতও বটে। মানুষের অপূর্ণ কামনা বাসনা বা যৌনতার সঙ্গে জড়িত থাকে। এবং স্ত্রী-পুরুষ নির্বিশেষে সেটা হয় ।

বিডিএসএম-এর স্বপ্ন

যৌন সম্পর্কের সময় অনেকে শারীরিক বা মানসিক নিগ্রহ করা বা বিডিএসএম-এর স্বপ্নও দেখেন। কেউ অত্যাচারী হতে পছন্দ করেন কেউ আবার পছন্দ করেন অত্যাচার সহ্য করতে। এধরনের স্বপ্ন বেশি আসে সন্তানের প্রতি উদাসীন অভিভাবকদের সন্তানদেরই। এঁদের মানসিক চরিত্র পরিবর্তন হতে থাকে একা এবং অবহেলিত থাকতে থাকতে । আরও বেশি আঁকড়ে ধরতে চান সঙ্গীকে । তাঁদের সঙ্গীর ছেড়ে চলে যাওয়ার ভয়ও থাকে । এমনিতে স্বাভাবিক হলেও তাঁরা যৌনতার ক্ষেত্রে সঙ্গীর উপর জোর খাটাতে ভালোবাসেন । স্বপ্নে সেই সাধ পূরণ করে নেন বাস্তবে তা করতে না পারলে । এটি কোনও অস্বাভাবিক কামনা নয় চিকিৎসকদের মতে । একান্ত ব্যক্তিগত পছন্দ এটি। বিডিএসএম করাই যায় সঙ্গী রাজি থাকলে। কিন্তু তা বলে কারও প্রতি জোর খাটানো অন্যায়। প্রয়োজনে থেরাপিস্টের পরামর্শ নিতে হবে।

ওরাল সেক্সে আকর্ষণ

স্বপ্নে যদি দেখেন যে আপনি ওরাল সেক্স করছেন তাহলে মনে করবেন যে আপনি তা পছন্দ করেন। সাধারণত অনেকেই অচ্ছুৎ বলে মনে করে ওরাল সেক্সকে । ওরাল সেক্সের প্রতি ঘৃণা প্রদর্শনও করেন। কিন্তু বাস্তবে দেখা যায় যে ওরাল সেক্স চাইছে অবচেতন মন । স্বপ্নে তখনই তা হাজির হয়। এক্ষেত্রে দ্বিধা ভুলে ওরাল সেক্স করুন সঙ্গীর অনুমতি নিয়ে। নিজে থেকেই স্বপ্ন চলে যাবে।

Related posts

‘দামে কম, মানে ভালো’, রাতারাতি সোশ্যাল-জ্বরে কাকলি ফার্নিচার প্রচারের আলোয়

News Desk

দলিত যুবককে বিয়ে! অর্ধনগ্ন করে নদীর জলে স্নান করিয়ে মেয়েকে শুদ্ধ করলো মেয়ের বাবা

News Desk

দুই কুকুরের বিয়েতে এলাহী আয়োজন, ৫০০ জন নিমন্ত্রিত! জানুন এই অভিনব বিয়ের কথা

News Desk