বিহার ও উত্তর প্রদেশের থেকে ভেসে আসা মৃতদেহ মালদা দিয়ে প্রবেশ করতে পারে এই রাজ্যে এমন সম্ভাবনায় আগেই তৈরী হয়েছিল আতঙ্ক। গঙ্গায় ভেসে আসা মৃতদেহ থেকে ছড়াতে পারে সংক্রমন এই কারণে কপালে ভাঁজ পরেছে প্রশাসনেরও। তাই যাতে ভেসে আসা মৃতদেহ থেকে আসে পাশের এলাকায় সংক্রমন না ছড়ায় তার জন্যে পদক্ষেপও গ্রহণ করেছে।
সংক্রমণ এড়িয়ে যেতে গঙ্গার আশপাশেও না ঘেঁষতে পরামর্শ দেওয়া হচ্ছে। গঙ্গা থেকে দূরে থাকার জন্যে প্রচার করা হচ্ছে মালদহের মানিকচকে। শুক্রবার থেকে মালদার মানিক চকের স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে মাইকে করে প্রচার করে স্থানীয় প্রশাসন।
গত কয়েকদিন গঙ্গায় ভেসে থাকা শয়ে শয়ে করোনা মৃতদেহ মানুষের মনে কম্পন ধরিয়েছে। মৃতদেহ ভেসে আসা নিয়ে চিন্তাও বেড়েছে। মালদার মনিকচক ঘাটে এই মৃতদেহ ভেসে আসার সম্ভাবনায় স্থানীয় প্রশাসনের তরফে বিভিন্ন সতর্কতামূলক উপায় হিসাবে গঙ্গায় স্নান বা গঙ্গার জল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালদা জেলা প্রশাসনও গোটা ঘটনা নিয়ে প্রশাসন নিজেদের মতো করে তৎপর হয়েছে। মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল মণ্ডল এ সম্পর্কে জানিয়েছেন, এলাকাবাসীকে সতর্ক করতে তিনি নিজস্ব উদ্যোগে এলাকায় এলাকায় মাইকে প্রচার করিয়েছেন।