বাচ্চা বয়সের একটি জনপ্রিয় খেলা হচ্ছে লুকোচুরি খেলা। এই লুকোচুরি খেলায় সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল লুকোনোর জায়গা খোজা,আর এই লুকানোর জায়গা খুঁজতে গিয়ে দুই শিশু নিজেদের জীবনের চরম বিপদ ডেকে আনলো। ওই দুই শিশু লুকোতে গিয়ে দমবন্ধ হয়ে মারা গেলো। অন্যের চোখে ধুলো দিয়ে আড়ালে থাকতে দুটি বাচ্চা মেয়ে লুকোচুরি খেলার সময় ঢুকে পড়ে রাস্তার একটি একটি পরিত্যক্ত আইসক্রিমের ফ্রিজারে। তাদের মধ্যে একজনের বয়স ১২ বছর, আরেক জনের বয়স ৭। সেই ফ্রিজার আটকে যাওয়ায় আর বেরোতে পারেনি ওই দুটি মেয়ে। যার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় দুই শিশুর। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া।
ঘটনাটি ঘটেছে মাসাজ গ্রামে, যেটি কর্ণাটকের মাইসুরু শহরের কাছে অবস্থিত। এই ভয়ানক দুর্ঘটনাটি বুধবার ঘটেছে। যাতে ১২ বছরের ভাগ্য ও ৭ বছরের কাব্যর মৃত্যু হয়েছে । পুলিশ সূত্রে খবর, এদিনও দুই শিশু অন্যদিনের মতোই বন্ধুদের সঙ্গে খেলছিল। রাস্তার ধারের একটি পরিত্যক্ত আইসক্রিম গাড়ির ফ্রিজারে ঢুকে পড়ে লুকোচুরি খেলার সময়ে ভাগ্য ও কাব্য। যাতে লুকোচুরি খেলার সময় কেউ তাদের ধরতে না পারে এই কারণে ওই পরিত্যক্ত ফ্রিজের দরজা ভিতর থেকেই আটকে দেয় তারা। আর এতেই দুর্ঘটনা ঘটে যায়। ফ্রিজটি নিজের নিয়ম মতো আটকে (Locked) যায়। একমাত্র বাইরে থেকেই তা খোলা সম্ভব, যা ওই দুই শিশুর জানা ছিল না। বেশ কিছুক্ষন পরে দম আটকে মৃত্যু হয় তাদের।
বাড়ির মেয়েরা দীর্ঘক্ষণ বাড়ি ফেরেনি দেখে দুশ্চিন্তা করতে শুরু করে পরিবারের সদস্যরা। রাস্তায় বেরিয়ে খোঁজ করা শুরু করেন ভাগ্য ও কাব্যর পরিবারের লোকেরা। দুই শিশুর অন্যান্য বন্ধুদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, যে সেখানে উপস্থিত সকলে মিলে লুকোচুরি খেলছিল। যদিও ভাগ্য ও কাব্যর খোঁজ পাচ্ছে না তারাও কিছু সময় পর থেকে। অভিভাবকদের একথা শুনেই সন্দেহ হয়। বাড়ির লোকেরা রাস্তার পরিত্যক্ত আইসক্রিমের ফ্রিজার খুলে দেখতেই আঁতকে ওঠে । ভেতরে যদিও দুই শিশুর নিথর দেহ।
পুলিশের তরফে জানানো হয়েছে,পুলিশকে ওই শিশুদের অপমৃত্যুর ঘটনা জানানোর আগেই তাদের শেষকৃত্য সেরে ফেলে দুই পরিবার। এলাকায় শোকের ছায়া নেমেছে ঘটনা জানাজানি হতেই।