যেই মুহূর্তে মনে হচ্ছিল যে দেশের করোনা সংক্রমণ একেবারেই কমে গিয়েছে। আর সেই মুহূর্তেই মৃত্যুহার প্রচন্ড ভাবে চিন্তা বাড়িয়ে দিলো। এই মৃত্যু সংখ্যা ৩৩ এ নেমে এসেছিলো গত কালও , সেই মৃত্যুহার আজ বেড়ে দাঁড়িয়েছে আড়াইশো এর কাছে। আবার গতকাল বেশ কিছু রাজ্যে সংশোধন করা হল সেই রাজ্যের মৃতের সংখ্যা এবং তাতে করে দেশের মৃতের পরিসংখ্যানে যোগ হয়েছিল ৪ হাজার ১০০ জন। মৃত্যুহার বাড়লেও কমে গেছে দৈনিক সংক্রমণ।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন গত ২৪ ঘণ্টায়। যা গতদিনের তুলনায় বেশ অনেকখানি কম। করোনার এক্টিভ কেসও কমতে শুরু করেছে ধীরে ধীরে। বর্তমানে ১৬ হাজার ১৮৭ জন দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। আপাতত অ্যাকটিভ কেসের হার দেশে ০.০৪ শতাংশ। সংক্রমণ কমলেও দেশের মৃত্যুহার চিন্তায় রাখছে। রিপোর্ট বলছে, করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন গত ২৪ ঘণ্টায়। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ২১ হাজার ৪ জনের কোভিডে মৃত্যু হয়েছে।
দেশের সুস্থতার হারও অন্যান্য সূচকের মতো নিম্নমুখীই আছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২৬২ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৬ জন। দেশের করোনা সংক্রমণ এর মৃত্যুহার ছাড়াও বাকি সব সূচক নিম্নমুখী হলেও স্টিলথ ওমিক্রন চিন্তা ধরাচ্ছে। দক্ষিণ কোরিয়া, চিনের পরিস্থিতি বিশেষ করে এখনও উদ্বেগজনক।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে প্রায় ১৮৩ কোটি ২০ লক্ষ্যের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ লক্ষ মানুষ গতকাল ভ্যাকসিন পেয়েছেন। টিকাকরণের সাথে জোরকদমে চলছে টেস্টিং করাও। গতকাল ৬ লক্ষের ২০ হাজার ২৫১ জনের দেশে নমুনা পরীক্ষা হয়েছে।