Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দ্বিতীয় স্ত্রীকে নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া! রাগের মাথায় স্বামীর যৌনাঙ্গে বঁটির কোপ স্ত্রীর

স্বামী করেছেন দ্বিতীয়বার বিয়ে, আর সেই নিয়েই তীব্র অশান্তির জেরে বটির কোপে কেটে দিলেন স্বামীর যৌনাঙ্গ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বরগুনা জেলা, বাংলাদেশে। বছর ৪৫ আহত সেলিম মিঞা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সেলিম বাবু একজন মৎসজীবী। তার এই দ্বিতীয় বিয়ে হয়েছিল আজ থেকে ৪ বছর আগে। আর এরপর থেকেই দৈনন্দিন অশান্তি হতো তার প্রথম পক্ষের স্ত্রীয়ের সাথে। বাংলা সংবাদ মাধ্যম এই সময়ে ডিজিটালে খবরটি প্রকাশিত হয়েছে।

সেলিম বাবুর বিয়ের বছর দুয়েকের মধ্যেই তার প্রথম পক্ষের স্ত্রী মমতাজ বেগম বাবার বাড়িতে চলে যান। সেলিম মিয়া সেখানে মাঝে মাঝে বেড়াতে আসতেন। মমতাজ বেগমের পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে বাড়ি। তাদের ৪জন ছেলে ও একজন মেয়ে আছেন। ওপার বাংলার সংবাদ মাধ্যমকে সেলিমের দ্বিতীয় স্ত্রী পুতুল বেগম জানিয়েছেন, বছর চারেক আগে তাদের বিয়ে হয়। মমতাজের সাথে রোজ ঝগড়া লেগেই থাকতো তাকে বিয়ে করার পর থেকেই।

সেলিম জানান, তিনি তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দিন কয়েক ছিলেন। তারপর দিন দশেক পর তিনি বাড়ি ফিরেছিলেন। তার প্রথম পক্ষের স্ত্রী মমতাজের সাথে রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভোরের দিকে ঘুম ভেঙে গেলে তিনি দেখেন যে মমতাজ তার গোপনাঙ্গ কাটছে বটি দিয়ে। সেই সময়েই ঘুম ভেঙে যায় তাঁর। ফলে তাঁর প্রথম স্ত্রী তাঁর গোপনাঙ্গ পুরোপুরি কাটতে পারেনি। বর্তমানে সেলিম আলীর পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। ওই হাসপাতালের চিকিৎসক খালিদ ডা. মাহমুদ আরিফ বলেন, “ একাধিক জায়গায় আঘাত লেগেছে ওই ব্যক্তির। তাঁকে বরিশালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানেই তিনি চিকিৎসাধীন।”

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি সেলিম মিয়া। তিনি বলেন, “কোনও লিখিত অভিযোগ আমরা এই নিয়ে পাইনি। অভিযোগ জমা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার ভিত্তিতে।”

Related posts

মৃত্যুর পর মহিলা হয়ে গেলেন পুরুষ! পোস্টমর্টেমের পর শব আনতে গিয়ে হতবাক পরিজনেরা

News Desk

এই প্রধানমন্ত্রী যোজনায় ঋণের জন্য লাগবে না কোনও গ্যারান্টি! মিলবে ভর্তুকি আর ক্যাশব্যাকও

News Desk

সাবধান! এবারে ভারতেও ভয়ঙ্কর মাঙ্কিপক্সের থাবা! দেশের এই রাজ্যে মিলল সংক্রমিতের হদিশ

News Desk