Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ওমিক্রনেই শেষ নয়, আসছে আরো দু’রকম করোনা প্রজাতি! কেমন হতে পারে সেই রূপ?

একদমই যে শেষ ওমিক্রনেই আসলে তা নয়। এরপরও বিভিন্ন রকমের রূপ আসবে করোনার। বিশেষজ্ঞ মহলেও এমনটাই কথা চলছে। কিন্তু কি রকম হবে করোনার সেই রূপ? এবার এই নিয়েও বিশেষজ্ঞরা ধারণা দিয়েছে।

করোনার নতুন রূপ ওমিক্রন ইতিমধ্যেই নিজের গঠন বদলে ওমিক্রন BA.2-র চেহারা নিয়েছে। ওমিক্রন আসার পর অনেকের মতেই ওমিক্রনের আরও ভয়ঙ্কর কোনও রূপ আসতে পারে। আবার এমন ব্যাপারটা নাও হতে পারে। করোনা ভাইরাসের এমন নতুন কোনও রূপ আসতেই পারে যা ওমিক্রন বা BA. 2 নাও হতে পারে। সম্প্রতি গবেষণা এমনটাই বলছে।

সম্প্রতি জেসি ব্লুম আমেরিকার Fred Hutchinson Cancer Research Center-এর বিজ্ঞানী তাঁর গবেষণাপত্রে করোনার পরের রূপটি নিয়ে আলোকপাত করেছেন। তাঁর মতে, আগামী দিনে দু’রকম করোনার রূপ আসতে পারে। তিনি দু’টি আশঙ্কার কথা বলেছেন :

ওমিক্রন নতুন চেহারা নেবে নিজের রূপ সম্পূর্ণ বদলে। ওমিক্রন সম্পূর্ণ আলাদা একটি রূপ তৈরি করে নেবে BA.1 এবং ওমিক্রন BA.2 থেকে ওমিক্রন। আর সেই রূপটি ভয়ঙ্কর হতে চলেছে।
আর ওমিক্রন আসতে আসতে সরে যেতে থাকবে। উল্টে করোনার নতুন রূপ আসবে। University College London-এর গবেষক লুসি থ্রোনেরও প্রায় একই মত।

কিন্তু এর চেয়েও বড় প্রশ্নটি হল:

কতটা ভয়ঙ্কর হতে পারে পরের রূপটি?

মাইকেল চান University of Hong Kong-এর গবেষকের মতে, এখনও অবধি এমন কোনও কিছুর থেকে প্রমান পাওয়া যায়নি যে আগামী দিনে আসছে যে ভ্যারিয়েন্ট গুলি তা খুব দুর্বল হতে চলেছে। এমনও হতে পারে আগামী রূপটি গলায় বা নাকের ক্ষতি করে দিতে পারবে , বা অন্যভাবে ক্ষতি করল শরীরের কোষের।

করোনা কত দূর ছড়িয়েছে?

এরমধ্যেই আবার একটি প্রশ্ন উঠে এসেছে যে মানুষ ছাড়াও অন্য কোনও প্রাণীর মধ্যেও হচ্চর? এরও কিছু প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছেন। এই ভাইরাস সংক্রমণের লক্ষণ হরিণ ও অন্যান্য কিছু প্রাণীর মধ্যে পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা সেই বিষয়েও সাবধান করছেন।

Related posts

মৃত মায়ের কাছে যাওয়ার জেদ! রেল লাইনের উপর মাথা দিয়ে দীঘায় আত্নহত্যার চেষ্টা যুবকের

News Desk

কমলো করোনার অ্যাকটিভ কেস, যদিও ৫ রাজ্যের সংক্রমণের হার চিন্তায় রাখছে

News Desk

স্বামী বিবাহিত, সন্তানের জন্য বিয়ে দিয়েছেন প্রথম স্ত্রী! বিয়ের পর জানতে পেরে যা করলেন দ্বিতীয় স্ত্রী

News Desk