Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

অসুস্থ মায়ের দেখাশুনা করছে না! ১ মিনিট সময়ের মধ্যে নিজেদের স্ত্রীকে ডিভোর্স ৩ ভাইয়ের

সিনেমার চিত্রনাট্যের সংলাপে প্রায় সকলেই শুনেছে, ” বউ হারালে বউ পাওয়া যায়… কিন্তু মা হারালে মা পাওয়া যায় না।” ঠিক এই ভাবেই শারীরিকভাবে অসুস্থ মায়ের ঠিক মতন যত্ন না নিয়ে অবহেলা করায় নিজেদের স্ত্রীদের উপর মারাত্মক ক্ষুব্ধ হলেন এই তিন ভাই। এতটাই রেগে গেলেন যে তিনজনে একসাথেই ডিভোর্স দিলেন তাদের স্ত্রীদের। চমকপ্রদ এই ঘটনাটি ঘটেছে উত্তর আফ্রিকার আলজেরিয়ায় (North Africa Algeria)। সেখানকার স্থানীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই তিন ভাই রোজকার মতই নিজেদের কাজে বেরিয়ে গিয়েছিলেন রবিবার। তাদের মা অসুস্থ। মাকে রেখে গিয়েছিলেন নিজেদের স্ত্রীদের দায়িত্বে। কিন্তু কাজ থেকে ফিরেই দেখেন তাঁদের অসুস্থ বৃদ্ধা মাকে স্নান করিয়ে দিচ্ছেন প্রতিবেশীরা। চারিপাশে কোথাও নেই একজনেরও স্ত্রী। উঠোনে স্নান করানো হচ্ছে মাকে। এই দৃশ্য দেখেই রেগে কাই হয়ে যায় তিন ভাই। ডেকে পাঠান তাদের স্ত্রীদের। ১ মিনিট সময়ের মধ্যেই তাঁদের স্ত্রীদের সেই উঠোনেই দাঁড় করিয়ে রেখে জানিয়ে দেন আর তাদের সাথে সংসার করবেন না তারা। ঘোষণা করেন ডিভোর্স দেওয়ার।

জানা গেছে ওই বৃদ্ধা বহুদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। তিন ছেলে ছাড়া তাঁর একটি মেয়েও আছে। এতদিন সেই মেয়ে রোজ এসে মায়ের দেখভাল করত, যত্ন নিত। কিন্তু কিছুদিন আগে তাঁর স্বামীর ক্যান্সার ধরা পড়ে। তাই স্বামীকে দেখাশোনার জন্য এখন অনেকটাই সময় দিতে হচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে মায়ের যত্নআত্তি আগের মতন করতে পারছেন না তিনি।

বোন না আসতে পারলে তিন ভাই ঠিক করে তাদের স্ত্রীদের উপর দায়িত্ত্ব দেবেন যখন তারা কাজে যাবেন বৃদ্ধা মায়ের দেখাশোনা করার। সেইমতন স্ত্রীদের জানান তারা। কিন্তু, তাঁদের স্ত্রীরা সাফসাফ জানিয়ে দেন যে অসুস্থ শাশুড়ির দায়িত্ব নিতে পারবেন না, দেখাশোনাও করতে পারবেন না। তবে তারা যে এতটা অবহেলা করবেন সেটা তিন ভাই বুঝে উঠতে পারেননি। তাই কাজ থেকে ফিরে মাকে এমন অসহায় ভাবে দেখে এবং স্ত্রীদের কোথাও দেখতে না পেয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। আপাতত ওই বৃদ্ধা প্রতিবেশীদের নজরদারিতেই আছেন।

Related posts

কোভিড-১৯ এর পর এবার কোভিড-২২! আগামী বছরে নতুন করে হানা দিতে চলেছে মহামারী?

News Desk

একটি কলেই অক্সিজেন নিয়ে বাড়িতে আসবে অ্যাম্বুলেন্স, আজ থেকে কলকাতায় ‘অক্সিজেন অন হুইলস’

News Desk

২৪ ঘণ্টা যেতে না যেতেই বাড়ল করোনা দৈনিক সংক্রমণ! লাগাতার ঊর্ধ্বমুখী মৃত্যুর হারও

News Desk