Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুলের মেয়েদের বিদ্যালয়। নিহত অন্তত ৫৫, আহত ১৫০ এরও বেশী।

আবারও মারাত্মক বিস্ফোরণে কেঁপে উঠলো আফগানিস্থানের রাজধানী কাবুল। সংবাদ সংস্থা সূ্ত্রে খবর কাবুলের সৈয়দ আল-শাহদাতে নামে স্কুলের সামনে রাখা একটি গাড়ি বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১৫০ এরও বেশী। এর মধ্যে অধিকাংশই মহিলা শিক্ষার্থী।

টোলো নিউজ (Tolo News) নামের একটি টিভি চ্যানেলে স্কুলটির সামনের একটি সিসিটিভি ক্যামেরার দৃশ্য তুলে ধরা হয়েছে। এই হৃদয় বিদারক ফুটেজে দেখা গিয়েছে বোমটি ফাটার সাথে সাথে চারদিক ধোঁয়া আর রক্তে লাল হয়ে যেতে। সাথে সাথে ভেসে আসে বহু স্কুল পড়ুয়ার চিৎকার আর সাহায্যের আকুতি।

জানা যাচ্ছে মৃতদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত আফগানিস্থানের রাজধানী কাবুলের পশ্চিম দিকে “দশট এ বারচি” (Dasht-e Barchi) নামের শিয়া অধ্যুষিত অঞ্চলের স্কুল সৈয়দ আল-শাহদাতে। এই স্কুলে ছেলে মেয়ে উভয়েই পরে তবে আলাদা আলাদা শিফটে। যখন বিস্ফোরণটি ঘটে মেয়েদের স্কুলের সময় শেষ হচ্ছিল। তারা স্কুল থেকে বেরোনোর সময়ই এই ঘটনা ঘটে।

এখনো অবধি কোনো জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় না নিলেও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই ঘটনার জন্য তালিবানি জঙ্গি গোষ্ঠী কে দায়ী করলেও তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) এই দায় অস্বীকার করেছে। এই অঞ্চল শিয়া অধ্যুষিত হওয়ায় তালিবান তরফে নানা ঝামেলা লেগেই থাকে। অনেকে আবার এই বিস্ফোরণের পিছনে ইসলামিক স্টেট-এর হাত রয়েছে বলে মনে করছে। যদিও এখনও ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত আফগানিস্তান থেকে সম্পূর্ন সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সেই সময়ে এই বিস্ফোরণ একটি পুনরায় অচলবস্থার সৃষ্টি করলো কিনা বলা যাচ্ছে না।

Related posts

রসিকতা করে প্রেমিককে প্রতারক বললেন মহিলা! প্রেমিকের স্বীকারোক্তি শুনে চোখ কপালে উঠল

News Desk

আফগানিস্তানে আবারও প্রতিষ্ঠিত তালিবান শাসন! আসলে এই তালিবান কারা?

News Desk

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ফেসবুক প্রোফাইলে নতুন ছবি পোস্ট? চাঞ্চল্য অনুরাগীদের মধ্যে

News Desk