Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নারকীয়! ৮৭ বছরের শয্যাশায়ী বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত বছর ত্রিশের সাফাইকর্মী

এবার এক সাফাইকর্মীর বিরুদ্ধে দিল্লির এক নব্বই উর্দ্ধ শজ্যাসায়ী মহিলাকে ধর্ষণ করার। বাড়ি ফাঁকা থাকা অবস্থায় বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতারও করে ফেলেছে দিল্লি পুলিশ। এমনকি তার কাছ থেকে ওই বৃদ্ধার মোবাইল ফোনও পাওয়া গেছে ।

এই ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi Physical Assault) তিলকনগরে। এই নারকীয় ঘটনা রবিবার বিকেলে ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাড়িতে একাই ছিলেন ঘটনার সময় নির্যাতনের শিকার ৮৭ বছর বয়সি ওই বৃদ্ধা। বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন তাঁর ৬৫ বছরের মেয়ে। বছর ৩০-এর অভিযুক্ত সেই সময় বাড়িতে ঢুকে পড়েন।

পুলিশ (Delhi Police) জানিয়েছে, বৃদ্ধা আচমকা ওই যুবককে বাড়ির মধ্যে দেখে হতবাক হয়ে যান। গ্যাসের সংস্থার কর্মী বলে নিজের পরিচয় দেন তিনি কী কারণে এসেছেন জানতে চাইলে। তাঁকে ডাকা হয়েছে রান্নার গ্যাস সংক্রান্ত সমস্যা মেটাতে বলে জানান। এর পরই অভিযুক্ত নির্যাতন চালান বৃদ্ধার উপর বলে অভিযোগ।

দিল্লি পুলিশ জানিয়েছে, পশ্চিম দিল্লির বাসিন্দা অভিযুক্ত। সাফাই কর্মী হিসেবে কাজ করেন। তাঁকে গ্রেফতার করা হয় অভিযোগ পাওয়ার ১৬ ঘণ্টার মধ্যেই। অভিযুক্ত নির্যাতিতার মোবাইল ফোনটিও হাতিয়ে নিয়েছিলেন। সেটি উদ্ধার হয়েছে। বিশেষ তদন্তকারী দলকে (SIT) বিষয়টির তদন্ত করে দেখতে নিযুক্ত করা হয়েছে।

যদিও নির্যাতিনের শিকার বৃদ্ধার পরিবারের দাবি, পুলিশ অনেক দেরি করেছে ব্যবস্থা নিতে। অভিযোগ জমাও নেয়নি প্রথমে।টুইটারে বৃদ্ধার নাতির বন্ধু লিখেছেন, “পুলিশ সহযোগিতা করছে না। তাদের বলা হয়েছে, ধর্ষণের মামলা করলে ‘বদনাম হবে’। তাদের আরও হয়রানির সম্মুখীন হতে হতে পারে বলে জানানো হয়েছে।” কিন্তু দিল্লি পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এফাইআর দায়ের হয় অভিযোগ পাওয়া মাত্রই।

Related posts

উদ্বেগ বাড়িয়ে একদিনে ফের ৪৭ শতাংশ বাড়লো সংক্রমন, বেড়েছে মৃতের সংখ্যা, অ্যাক্টিভ কেসও

News Desk

উদ্বেগ বাড়ছেই! দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১, আলোচনা চিকিৎসক মহলে

News Desk

৯ স্ত্রী নিয়ে সুখের সংসার ব্যাক্তির! হঠাৎই এক স্ত্রীর ডিভোর্সের সিদ্ধান্ত, কারণটা বেশ অদ্ভূত

News Desk