Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মর্মান্তিক! জন্মদিনের দিনই ফুটন্ত গরম ডালের কড়াইয়ে পড়ে মৃত্যু ২ বছরের শিশুর

বছর দুয়েকের মেয়ে, তার জন্মদিন তাই বাবা মা বিশাল আয়োজন করেছিলেন! আত্মীয়, বন্ধু বান্ধব,খাওয়া-দাওয়া, আনন্দ সবই ঠিকঠাক আয়োজন করেছিলেন তার মা বাবা শিব ও ভানুমতী! কিন্তু হঠাৎ করেই সব যেন বদলে গেল! হঠাৎ করেই যেন সব কিছু শেষ! মেয়ের জন্মদিন একেবারে যে মৃত্যুদিনে পরিণত হয়ে যাবে টা ঘুনাক্ষরেও টের পাননি মা বাবা।

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কালাগড় এলাকার বাসিন্দা শিব ও ভানুমতীর একমাত্র মেয়ের জন্মদিন ছিল রবিবার সন্ধেবেলা! বাবা-মা ভূরিভোজের বিশাল আয়োজন করেছিলেন! প্রচুর অতিথি! অতিথিদের আপ্যায়নে বাড়ির বড়রা ব্যস্ত হয়ে পড়েছিলেন! এলাহি রান্নার আয়োজন চলছিল! আর কারও নজর ছিল না মেয়ের দিকে! রান্না হচ্ছিল যেখানে, সেখানেই সে, একটি চেয়ারে বসে খেলছিল পাশে বিশাল কড়াইয়ে সম্বর ডাল ফুটছিল!

একরত্তি মেয়েটা আচমকাই চেয়ার উলটে পড়ে যায় ফুটন্ত ডালের কড়াইয়ে ! দ্রুত স্থানীয় হাসপাতালে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় আরেকটি হাসপাতালে! গরম সম্বরে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। শিশুটিকে বাঁচানো যায়নি চেষ্টা সত্ত্বেও। সোমবার তার মৃত্যু হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, ” বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল! মেয়েটি খেলা করছিল! বাবা-মা অতিথিদের খাবার পরিবেশনে ব্যস্ত ছিলেন। তেজস্বী একটা চেয়ারের উপর উঠে খেলা শুরু করে রান্নাঘরে গিয়ে! পাশেই ডাল ফুটছিল! আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফুটন্ত ডালের হাঁড়িতে পড়ে যায় শিশুটি।”

প্রাথমিকভাবে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় বাবা-মা! অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকের পরামর্শে তাকে বিজয়ওয়ারার আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, সিংহভাগ পুড়ে গিয়েছিল মেয়েটির শরীরের। বিজয়বড়া পুলিশ দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করেছে, শুরু হয়েছে তদন্ত।

Related posts

ফ্ল্যাটের ভিতর শুকিয়ে পড়ে রয়েছে বৃদ্ধার দেহ, অথচ মাসে মাসে ভাড়া নিচ্ছেন বাড়িওয়ালা!

News Desk

করোনা থেকে তাহলে মুক্তি মিলল ভারতের! দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫০০০ এর নীচে

News Desk

ছক ভেঙ্গে সুপারম্যান এবারে উভকামী! সুপারম্যানের প্রেমিক পুরুষ দেখিয়ে DC Comics ইতিহাস গড়লো

News Desk