Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

বিয়ে করতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! প্রেমের দিনে সুখবর জানালেন অভিনেতা নিজেই

প্রসেনজিৎ চট্টোপাধায় আর ঋতুপর্ণা সেনগুপ্তর নাকি বিয়ে। দুজনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আর এই সুখবর টা দিলেন ভ্যালেন্টাইন্স ডে’র দিনই। অবাক করে দিলেন সবাইকে সাথে নিমন্ত্রণ পত্র পাঠালেন অতিথিদের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjir Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) দুজনেই। পল্লবী চট্টোপাধ্যায় (Pallabi Chatterjee) ঘটকালি করে দুজনের চার হাত এক করতে চলেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন ।

আপনিও অবাক হলেন তো? ভাবতে বসেছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? আসলে তাঁদের আগামী ছবির এটা প্রথম প্রকাশ (Prasenjit Chatterjee Rituparna Sengupta new movie)। নায়ক নায়িকার চরিত্রে অসংখ্য ছবিতে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। আবারও নতুন কোনও ছবি এঁদের জুটিতে আসছে। আর একেবারে অন্য ভাবে তারই ঘোষণা পর্ব সারা হল।

একটি ভিডিও প্রকাশ করেছেন তাঁরা নিমন্ত্রণপত্রের পাশাপাশি। রীতিমতো হতবাক ফ্যানেরা সেই ভিডিও দেখে। নিমন্ত্রণপত্রে লেখা,

‘সবিনয় নিবেদন,

মহাশয় /মহাশয়া

বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে- প্রসেনজিৎ weds ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয় ।
ইতি,
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ঋতুপর্ণা সেনগুপ্ত ‘

2016 সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় অনেকদিন পর তাঁরা জুটি বাঁধেন ‘প্রাক্তন’ ছবিতে । সেই ছবি ব্যাপক হিট হয়। আজও তাঁদের সেই জুটির কথা দর্শক ভোলেনি। তাঁদের জুটিকেই উত্তম-সুচিত্রার পরে বাংলার সবচেয়ে জনপ্রিয় জুটি বলে মনে করে সিনেপ্রেমীরা। তাঁরা একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এবার ফের কী তাঁরা জুটি বাঁধতে চলেছেন কোনও ছবিতে একবার? দুই নতুন অভিনেতাকে মুখ্য চরিত্রে দেখা যাবে। তবে শুধুই কি পর্দার বাইরে নাকি এই ছবিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা একসঙ্গে অভিনয়ও করবেন, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।

Related posts

এই ৫ রাজ্যকে করোনার বাড়াবাড়ি নিয়ে সতর্ক করল কেন্দ্র! মাস্ক খুললে আবারও জরিমানা দিল্লীতে?

News Desk

কোথাও কিছু নেই অথচ আমগাছ থেকে ভেসে আসছে ঘণ্টার আওয়াজ! আতঙ্কে গ্রামবাসীরা

News Desk

ইসকনের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে RBI আনল ১২৫ টাকার কয়েন! জেনে নিন কোথা থেকে পাবেন

News Desk