Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দীর্ঘ সময় ধরে জমিয়ে প্র্যাকটিস ভুয়ো ডাক্তারের! ভুল চিকিৎসায় এখনও অবধি মৃত পাঁচ

চারিদিকে ভুয়ো ডাক্তারে ভোরে গেছে এই দেশে। এবার এক ভুয়ো ডাক্তারের চিকিৎসায় মৃত্যু হল পাঁচ আদিবাসী সম্প্রদায়ের মানুষের। এই ভয়ানক ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলার টোকাওয়াড়ে এলাকায় ঘটেছে। গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্ত ডাক্তারকে।

ওই ধৃতের নাম পাণ্ডুরাঙ্গ গোলাপ। এই ভুয়ো ডাক্তারের বয়স ৭২ বছর। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পারে, যে সে প্রাইমারি স্বাস্থ্য বিভাগের নিরাপত্তারক্ষীর কাজ করত। পরে প্রতারণার ছক কষে ডাক্তার সেজে। পাণ্ডুরাঙ্গ ২০০৯ সালে নিজের ক্লিনিক খোলে। সেই থেকেই তার কাছে গ্রামের আদিবাসী মানুষজন যেতেন।

পাণ্ডুরাঙ্গ এর বিরুদ্ধে অভিযোগ যে সে নিজের ইচ্ছেমতো ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিয়ে দিত। বিশ্বাস করে আদিবাসীরা সেই ওষুধ খেয়ে নিতেন। পাঁচজন প্রাণ হারিয়েছেন তাঁর এই ভুয়ো চিকিৎসার জেরে। একজন তিন মাসের গর্ভবতী মহিলা ছিলেন মৃতদের মধ্যে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আদিবাসী ক্রান্তি সেনার কর্মী দীনেশ যাদব জানান, স্বাস্থ্যকেন্দ্র গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে। শুধু সর্দি-কাশি ও জ্বরের চিকিৎসা সেখানে হয়। থানে সিভিল হাসপাতালের দ্বারস্থ হতে হয় গ্রামের বাসিন্দাদের শরীর বেশি খারাপ হলে।

নিজের কার্যসিদ্ধি করত নিরীহ এই আদিবাসীদের ‘ত্রাতা’ সেজে পাণ্ডুরাঙ্গ। একসঙ্গে পাঁচজন অসুস্থ হয়ে পড়ায় গ্রামবাসীদের সন্দেহ হয়। হাসপাতালে যাওয়ার পর, এতদিন ভুল চিকিৎসা হচ্ছিল তাঁদের বলে জানা যায়। পাঁচ জনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হয়নি আর তাদের বাঁচানো সম্ভব হয়নি। পুলিশে সমস্ত ঘটনার অভিযোগ জানানো হয়। পুলিশ অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে। গ্রেপ্তার করা হয় পাণ্ডুরাঙ্গকে। ৩০৪A ধারায় মামলা নথিভূক্ত করা হয়েছে। আপাতত চার দিন ভুয়ো চিকিৎসকের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার এই ভুল চিকিৎসার বলি আর ক’জন হয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অনেকের দাবি, ওই এলাকায় এমন অনেক ভুয়ো ডাক্তারই রয়েছে। তাঁদের খোঁজও নেওয়া হচ্ছে বলে খবর।

Related posts

টিউশন ফী দিতে পারেনি, তাই বিয়ে করতে হলো ছাত্রীকে! ইন্টারনেটে ভাইরাল শিক্ষকের কীর্তি

News Desk

এই প্রাণীর লোম ব্যাবহার করে তৈরী হয়েছিল পৃথীবির প্রথম টুথব্রাশ, জানেন!

News Desk