Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দিল্লি এবং মহারাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন! ফের বেলাগাম হচ্ছে করোনা সংক্রমণ

যত ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে ততই কোভিডের তৃতীয় ঢেউ আসার ভয় বাড়ছে। প্রতিদিন যেভাবে দিল্লি ও মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে ভয় আরও বাড়ছে। যদি বর্ষবরণ উৎসবে এখনই রাশ টানা না যায় তা হলে আরও খারাপ হতে পারে পরিস্থিতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশের মধ্যে সবথেকে বেশি ওমিক্রন আক্রান্ত দিল্লি এবং মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। এরমধ্যে আবার দৈনিক করোনা সংক্রমণও লাফিয়ে বেড়ে হয়েছে ৫৩৬৮। যা ৩৭ শতাংশ বেশি বৃহস্পতিবারের তুলনায়। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত নেমেছিল ৫০০-র আশপাশে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।

দ্রুত অবনতি হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে মুম্বইয়ের পরিস্থিতির। রাজ্যে ১৯০ জনই মুম্বইয়ের, ১৯৮ জন নতুন ওমিক্রন আক্রান্তের মধ্যে। দেশের বাণিজ্যনগরীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬৭১ জন। যা ৪৬ শতাংশ বেশি বৃহস্পতিবারের তুলনায়। কী ভাবে নিয়ন্ত্রণে আনা যাবে পরিস্থিতি তা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার বিকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনায় বসেছিলেন। মুম্বইয়ে ৭ জানুয়ারি অবধি ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বর্ষবরণের উৎসবও।

দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে মহারাষ্ট্রের মতোই দেশের রাজধানীতে। সাত মাস পর এক হাজার ছাড়িয়েছে দিল্লিতে দৈনিক আক্রান্ত। সেখানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ছিল ৫০-এর নীচে ডিসেম্বরের মাঝামাঝি সময়েও। তা ১০০ ছাড়িয়েছিল বড়দিনের আগে। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউয়ে পরিস্থিতির কতটা অবনতি হতে পারে তা সংক্রমণ এ ভাবে লাফ দিয়ে বেড়ে যাওয়া বুঝিয়ে দিচ্ছে।

দেশের অন্য বড় শহরগুলিতেও দিল্লি এবং মুম্বইয়ের পাশাপাশি গত এক সপ্তাহে দৈনিক আক্রান্ত অনেকটা বেড়েছে। এর মধ্যে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই রয়েছে। গত এক সপ্তাহে গুজরাতের আমদাবাদ, রাজকোট এবং সুরাটেও উল্লেখযোগ্য হারে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা।

Related posts

প্রকাশ্য দিনের আলোয় বাড়ির মধ্যে রমরমিয়ে চলছে মধুচক্র, হাতেনাতে ধরা পড়ল ২ যুবক-যুবতী

News Desk

দেশজুড়ে অক্সিজেনের হাহাকার চরমে। সমস্যা মেটাতে কি উপায় বাতলালেন প্রধানমন্ত্রী

News Desk

প্রথমে কবর, তারপর মৃতদেহ উঠিয়ে চিতায় সৎকার! কেন এমনটা হলো এই ব্যাক্তির সাথে

News Desk