Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

তৃতীয় বিয়েতেও মেলেনি সুখ! সঙ্গমে অক্ষম রোশন! অভিযোগ নিয়ে কি জানালেন তিনি

বিতর্কের মানেই শ্রাবন্তী। তাকে নিয়েও কম জল্পনা নেই। রোশন যতই তার বিরহে কাতর হয়ে ফের সংসার করার ইচ্ছা প্রকাশ করুন না কেন, নায়িকা অনেক আগেই মুখ ফিরিয়েছেন। গত ১৬ ই সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের দাবি করেন শ্রাবন্তী। তারপরেই নাকি রোশনকে নিয়ে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করেন শ্রাবন্তী যা শোনামাত্র প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন রোশন।

এদিন রোশন জানান ‘‘শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সেখান থেকেই খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই। এ রকম নোংরা অভিযোগও আমাকে শুনতে হচ্ছে। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যাঁরা আমাকে জানিয়েছেন, তাঁরা আমার বিশ্বস্ত বন্ধু।’’

রোশন ভীষণভাবে অবাক যে, পরোক্ষ ভাবে তাঁকে হেনস্থা করা হচ্ছে কেন? তিনি জানান, ‘‘আমি চোর অপবাদও পেয়েছি।

আমি নাকি শ্রাবন্তীর এক কোটি টাকা নিয়ে চলে এসেছি! আমার প্রাক্তন বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি। ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে।’’

তার বিরুদ্ধে সমস্ত অপবাদ শোনার পরে রোশনের প্রশ্ন, ‘‘প্রাক্তন প্রেমিকার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। ফোন করে তাঁকে বিবাহবিচ্ছেদের কথা বলার মানে কী?’’ তা আমি বুঝতে পারছি না?

Related posts

“দেখতে ভালো না বলে আমার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করেনি!” প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ আনেন অন্নু কাপুর

News Desk

এমনও দিন গেছে শুধু জল খেয়ে রেকর্ডিং করেছেন! ফিরে দেখা কিংবদন্তি লতা মঙ্গেশকরের জীবন!

News Desk

‘শুধু মৃত্যুই পারবে আমাদের দু’জনকে আলাদা করতে’, প্রিয় বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে বললেন ঋতাভরী

News Desk