Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

জনসমক্ষে এলো ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবি! দেখুন বিয়ের সাজে কেমন লাগছে তাদের?

হাজারো গুঞ্জনের পর অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা কাইফ (katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)।
বৃহস্পতিবার ৯ই ডিসেম্বর বিয়ে করলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। হাজারো বাঁধা নিষেধের ঘেরাটোপে থাকার পর সামনে এল ছবি। কড়া নিরাপত্তা, ওটিটির সঙ্গে স্বত্ব বেচা আগেই হয়েছে। তবু উৎসুক জনতার ভিড়ের চোখ এড়াল না সিক্স সেন্সের আলোর রোশনাই, গানের আসর। শতাব্দীপ্রাচীন ওই প্রাসাদ যেন কত শত বছরের কোনও এক রাজা-রানির বিয়ের মুহূর্ত ফিরে দেখল আরও একবার।

রাজস্থানের বিলাসবহুল হোটেলের বারান্দায় নবদম্পতির ঝলক দেখা গেছে। লাল লেহঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ ছিল নববধূ ক্যাটরিনার। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন তিনি।ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে দেখা গেছে ভিকিকে। এ দুই তারকাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। শোনা গিয়েছে, সিনেমার কায়দায় ছাদনাতলায় এন্ট্রি নিলেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ। সেই ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই ছবি সামনে এল। আতশবাজির মাঝেই বিয়ের পোশাকে নজর কাড়লেন বলিউডের এই হট কাপল।

অবশ্য বেশ কিছুক্ষণ পরেই নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেন। লেখেন পারস্পরিক ভালোবাসা এবং সন্মানের কারণেই আজ তারা একসাথে বিয়ের মণ্ডপে। এছাড়াও সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চেয়েছেন পরবর্তী জীবনে।

অনেকদিন ধরেই এই হাই প্রোফাইল বিয়ে ঘিরে উৎসাহ অনুরাগীদের মধ্যে। একে অন্যের সঙ্গে সারাজীবনের জন্য পথ চলার এক বড় সিদ্ধান্ত নিয়ে বর্তমানে বিবাহিত তারা। বলিউডে নিজের জায়গা স্থির করার পর থেকেই খবরের শিরোনামে একাধিকবার সম্পর্ক নিয়ে জায়গা করে নিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। অন্য দিকে স্টার হিসাবে গত কয়েক বছরে উত্থান হয়েছে ভিকি কৌশল এর।

দুই পরিবারের উপস্থিতিতে রাজস্থানে বসা রাজকীয় বিয়ের আসরে এবার বর বধু সাজে সেলিব্রেশন পালা। শুরু হলো জীবনের নয়া অধ্যায়। বলিউড সিনেমা মডেলিং বিজ্ঞাপন এছাড়াও নানা কাজের সঙ্গে এবার জুড়ে গেল সংসারের দায়িত্ব। বলিউডে বহু স্টারকে দেখা গিয়েছে সংসার ধর্মে পা রাখার পর সিনে জগত থেকে বেশ কিছুটা নিজেকে গুটিয়ে নিতে। আবার দুদিকে ব্যালেন্স করে রেখে সকলের মন জয় করে সবটা মানিয়ে নিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে, এমন স্টার এর অভাব নেই। এই দুই ক্ষেত্রের মধ্যে কোন তালিকায় নাম লেখাতে চলেছেন এই জুটি তা এখন দেখার অপেক্ষা। তবে খুব বেশি দিন নয়, বিয়ে পর্ব মিটতে না মিটতেই শুটিং সেটে ফিরবেন ক্যাটরিনা ভিকি কৌশল।

Related posts

হস্তীর মৃত শরীরের উপর সিংহবাহিনী দেবী! কে এই দেবী জগদ্ধাত্রী?

News Desk

বেলুনের সাথে সীমান্ত পার করে বাংলাদেশ থেকে নদিয়ার গ্রামে ফেস্টুন, কি লেখা তাতে?

News Desk

বাদুড়ের মধ্যে আবারও মিললো কোভিডের মতো নতুন ভাইরাস! মানুষকেও সংক্রমিত করতে পারে

News Desk