Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

তামিলনাড়ুতে ক্রাশ করল ভারতীয় সেনার সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার! ৪ জনের মৃত্যু

দুর্ঘটনার মুখে পড়ল বায়ুসেনার উন্নতমানের হেলিকপ্টার তামিলনাড়ুর (Tamil Nadu) কুন্নুরে। ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (Bipin Rawat), তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, তাঁদের পরিবারের কয়েকজন সদস্য এবং ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন আধিকারিক-সহ কয়েকজন চপারে ছিলেন বলে সূত্রের খবর। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। দু’জনকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, ওই চপারে।

জানা গেছে, সিডিএস বিপিন রাওয়াত দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে ছিলেন।কপ্টারে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত ছিলেন। নায়েক গুরুসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার,ব্রিগেডিয়ার এল এস লিড্ডর ছিলেন।লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ,ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ,হাবিলদার সৎপাল কপ্টারে ছিলেন।

ট্যুইট করে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, কুন্নুরে বায়ুসেনার এমআই-17 কপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। সিডিএস বিপিন রাওয়াত কপ্টারে ছিলেন। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই দুর্ঘটনায়।

সংবাদসংস্থার খবর, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন স্থানীয় সেনা আধিকারিকরা। স্থানীয়রা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছেন প্রায় ৮০ শতাংশ পুড়ে যাওয়া দুটি দেহ। আরও কয়েকটি দেহ পড়ে রয়েছে পাহাড়ি ওই এলাকায়। উদ্ধারের চেষ্টা চলছে সেই দেহগুলিকে।

হাসপাতালে জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

সিডিএস রাওয়াতের উচ্চ পর্যায়ের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এ কে স্ট্যালিনের পক্ষ থেকে। তিনি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সহ মেডিক্যাল টিমকে পাঠানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিবকে।

বিস্তারিত আসছে..

Related posts

প্রেমে ঠকিয়ে দিয়েছে বৌদি! শোক সামলাতে না পেরে মাঝ গঙ্গায় ঝাঁপ যুবকের!!

News Desk

প্রতিবেশী ঝাড়ফুঁক করছে বলে স্ত্রীর সন্তান হচ্ছে না! কুসংস্কারের জেরে যা ঘটিয়ে বসলো যুবক

News Desk

দেশেও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছচ্ছে কোভিড গ্রাফ, একলাফে বাড়লো দৈনিক সংক্রমন

News Desk