Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ত্বকের জেল্লা কমে গেছে? গালে চড় মারলেই ফিরবে হারানো জেল্লা! জানালেন রূপচর্চা বিশেষজ্ঞরা

ছোটবেলায় কম বেশি প্রায় সবাই সপাটে চড় খেয়েছেন, যদি না খেয়ে থাকেন তবে মিস করলেন । তবে যারা খেয়েছেন তাদের ভালই হয়েছে কারণ আপনার হয়তো এই চড় খেয়েই ত্বকের জেল্লা বেড়েছে। একদম ঠিক দেখছেন। যদি একটু গবেষণা করেন ত্বকের পরিচর্যার ব্যাপারে তবে জানতে পারবেন স্লাপ থেরাপির ব্যাপারে। গোদা বাংলায় চড় থেরাপি। অর্থাৎ আপনি যদি নিজের ত্বকের জেল্লা বাড়াতে চান তাহলে এই চড় থেরাপি করতে পারেন। বিশেষজ্ঞ দের একাংশ এটাই বলছেন।

এই চড় থেরাপি আসলে কি? এর সূত্রপাত কোথায়? বলা হয়,এই থেরাপি কোরিয়ায় শুরু। সেখানে রূপচর্চার উপায়ই তুমুল জনপ্রিয়তা পায়। তবে এই চড় যেমন-তেমনভাবে মারলে চলবে না । মারতে হবে চেহারার নার্ভ বুঝে। চড়টি মারতে হবে হাতের তালু দিয়ে। আর যাতে খুব বেশি ব্যথা না লাগে এমনভাবে মারতে হবে। কাজ তবেই হবে।

এই চড় থেরাপিতে কী লাভ হয়? রক্ত সঞ্চালন ভাল হয় নিয়মিত এভাবে চড় খেলে। ত্বকের জেল্লা এতেই বাড়ে। বিশেষজ্ঞরা শুধু চড় নয় হালকা চিমটি কাটাও ভাল বলে জানিয়েছেন। এতে টানটান থাকে ত্বক। কখনো কুঁচকে যায় না। এই থেরাপি অনেকে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করেন। এখন এই চড় থেরাপি আর শুধু কোরিয়ায় সীমাবদ্ধ নয়। সারা বিশ্বের এর খ্যাতি ছড়িয়ে পড়ছে। এ পদ্ধতি অনেকেই অবলম্বন করছেন।

মোটেও সহজ কম্ম নয় সৌন্দর্য বজায় রাখা। অনেক কিছুই এর জন্য করতে হয়। কেউ দ্বারস্থ হন পার্লারের, কেউ আবার বিশ্বাস করেন ঘরোয়া টোটকায়। এতকিছু যখন করেন, তখন এই চড় বা স্ল্যাপ থেরাপিও প্রয়োগ করে দেখতে পারেন আপনি। তবে নিজের নিরাপত্তার কথা অবশ্যই খেয়ালে রাখবেন। চড় খুব বেশি জোরে মেরে ফেলবেন না যেন! আপনার নিজের চেহারা আপনাকেই তার ভালো বুঝতে হবে।

Related posts

করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেই চিনে বন্দী করা হচ্ছে ধাতব বাক্সে! ভাইরাল ভিডিও

News Desk

বাঁচিয়ে নেবে পরী! জাপানি ওয়েব সিরিজ দেখে বহুতল থেকে ঝাঁপ দিল পঞ্চম শ্রেণীর ছাত্র!

News Desk

তালিবান সন্ত্রাসী সংগঠন! তাদের সমর্থন সংক্রান্ত পোস্টের উপর নিষেধাজ্ঞা ফেসবুক-হোয়াটসঅ্যাপে

News Desk