করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবর্ষ। প্রতিদিন দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে পুরনো শত্রুতা ভুলে ভারতের পাশে দাড়ানোর বার্তা দিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
পাক প্রধানমন্ত্রীর বার্তা, ‘বিশ্বের সকলকে এক সাথে এক মারণভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মানবতার সঙ্গে এই লড়াই লড়লে আমরাই জয়ী হবই।’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বার্তা দেওয়ার আগে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং-ও ভারতের দিকে ‘সহায়তার হাত’ বাড়িয়ে দিয়েছিলেন। চিনা প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমন মোকাবিলায় ভারতের পাশে রয়েছেন তিনি।
প্রসঙ্গত, শেষ কিছুদিন ধরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত প্রসঙ্গে বন্ধুত্বের সুরে কথা বলছেন। সৌজন্যের দিক থেকে
এগিয়ে এসেছে ভারতও। পাকিস্তান দিবসে ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। এই শুভেচ্ছার বিনিময়ে ভারতের প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে ইমরান লেখেন, ‘ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় শান্তিস্থাপন করতে কাশ্মীর সমস্যার সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ন। ‘ ভারতে যখন করোনা পরিস্থিতি মারাত্বক, তখন ইমরানের এই কথা কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
চীনের তৈরী টিকা নিয়েছিলেন ইমরান খান। টিকা নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই করোনা আক্রান্ত হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান টুইট করে জানিয়েছেন, শুধু ইমরান খান নন, তাঁর স্ত্রী বাশরা বিবিও করোনা আক্রান্ত হয়েছিলেন একই দিনে। তবে এখন সম্পূর্ন সুস্থ ইমরান।