Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দুই কিশোরীকে বেঁধে বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছে যুবক! পুলিশ আটকাতেই সামনে এল হাড়হিম করা তথ্য

অমানবিক! বাইকে করে দুই কিশোরীকে দড়ি বেঁধে নিয়ে নিয়ে যাচ্ছে এক যুবক৷ সন্দেহ হওয়ায় বাইকটিকে আটকাল ট্রাফিক পুলিস৷ শনিবার ইএম বাইপাসের ভিআইপি মোড়ের ঘটনা৷ জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিলতেই বাইক সহ যুবককে আটক করে দুই কিশোরীকে তিলজলা থানায় নিয়ে গেল পুলিস৷

সূত্রের খবর, ওই দুই কিশোরী ট্যাংরার বাসিন্দা৷ তাঁদের জোর করে বাইকে করে রুবির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ৷ অথচ, তাঁরা ওই যুবককে চেনেনও না৷ কেন, কোথায় তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়েও বিস্তারিত কিছু বলতে পারেননি৷

এ দিকে ধৃত যুবককে পুলিস জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছু জানতে পারেনি৷ তবে, দুই কিশোরীর বাবা বলে দাবি করেন৷ যা কিশোরীরা অস্বীকার করেন৷ ইএম বাইপাসের কাছে কর্তব্যরত পুলিস অফিসার জানান, সকাল সাড়ে এগারোটা নাগাদ ইএম বাইপাসের কাছে আমবেডকর ব্রিজের দিক থেকে রুবির দিকে বাইকটি যাচ্ছিল৷ দূর থেকে তা দেখেই সন্দেহ হয়৷ পরের ভিআইপি মোড় ক্রসিংয়ের কর্তব্যরত পুলিস অফিসারকে বাইকে নম্বর দিয়ে আটকানো হয়৷

বাইক দাঁড় করাতেই অবাক পুলিস৷ এক-দেড় ফুটের নাইলনের একটি দড়ি দিয়ে দুই কিশোরীর দু’হাত বাঁধা আছে৷ পুলিস জিজ্ঞাসাবাদ শুরু করতেই কিশোরীরা কান্না শুরু করেন৷ তাঁরা পুলিসকে জানিয়েছে, তাঁদের বাবা মারা গিয়েছেন৷ জোর করে হাত বেঁধে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা বলা হয়নি৷ এ ছাড়া তাঁরা আর কিছু বলতে পারেনি৷ পরিস্থিতি বেগতিক বুঝে তাঁদের তিলজলা থানায় নিয়ে যায় পুলিস৷ একই সঙ্গে ধৃত যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা শুরু করা হয়েছে বলেও জানা গিয়েছে৷

Related posts

শ্রীনগর প্রশাসন ড্রোন ওড়ানোর উপর জারি করলো নিষেধাজ্ঞা , বন্ধ করল ড্রোন কেনাও

News Desk

‘বীর্য সন্ত্রাস’-এ কাঁপছে দক্ষিণ কোরিয়া – ‘সেক্স-ক্রাইম’এর আওতায় আনা নিয়ে হইচই দেশ জুড়ে, দেখুন

News Desk

নিজের মৃত মেয়ের নামে ডিটারজেন্ট কোম্পানি খুলেছিলেন বাবা, জানেন ওয়াশিং পাউডার নিরমার ইতিহাস?

News Desk