আজ ১৯ নভেম্বর, ২০২১, বৃহষ্পতিবার। ০৩ অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আর যা যা কিছু হয়েছিল আজকের দিনে।
আজকের দিনের বিশেষ বিশেষ কিছু ঘটনা:
১৯ শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। সারা বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে লিঙ্গ সমতা বজায় রাখতে এই দিনটি পালন করা হয়।
২০০১ সালে আজকের দিনেই বিশ্বে টয়লেট ব্যবহার ও স্যানিটাইজেশন সম্পর্কে ক্যাম্পেইন শুরু করে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন। সেই থেকে এই দিনটি বিশ্ব টয়লেট দিবস হিসাবে পালিত।
১৮১৬ – পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৮৬৩ – মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।
১৯৪২ – সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শুরু করে।
১৯৭৭ – মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর করেন।
১৯৮২ – দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।
১৯৯০ – ওয়ারশ’ ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান।
১৯৯৯ – চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে।
ইতিহাসে এই দিনে বিশিষ্টজনের জন্মদিন:
১৮৩৫ – ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ লক্ষ্মী বাঈ এর জন্ম।
১৮৩৮ – ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন জন্মগ্রহণ করেন।
১৮৯৩ – চীনের কমিউনিস্ট নেতা মাও সে তুংয়ের জন্ম।
১৯১৭ – ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জওহের লাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী।
১৯১৮ – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনি ছিলেনভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।
১৯২৩ – গীতিকার সলিল চৌধুরী জন্মগ্রহণ করেন।
১৯৫১ – ভারতের প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান।
১৯৭৫ – মিস ইউনিভার্স সুস্মিতা সেনের জন্ম হয়। তিনি প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন।
ইতিহাসে এই দিনে বিখ্যাত যেসব ব্যক্তিদের মৃত্যুবার্ষিকী :
১৮৩১ – আজকের দিনে মৃত্যুবরণ করেন উত্তর চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণকারি ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমীর, যাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী।